বিশ্বকাপ ফুটবলের ঢাকে কাঠি পড়ে গেল। গ্রুপ বিন্যাস হয়ে গেল এ বছরের কাতার বিশ্বকাপের। মোট আটটি গ্রুপের কোনটিতে কোন দল রয়েছে, তা ঠিক হয়ে গেল।
বিশ্বকাপের গ্রুপবিন্যাস অনুষ্ঠানে ব্রাজিলের বিশ্বজয়ী অধিনায়ক কাফু। ছবি: রয়টার্স
বিশ্বকাপ ফুটবলের ঢাকে কাঠি পড়ে গেল। গ্রুপ বিন্যাস হয়ে গেল এ বছরের কাতার বিশ্বকাপের। মোট আটটি গ্রুপের কোনটিতে কোন দল রয়েছে, তা ঠিক হয়ে গেল।
সব থেকে কঠিন গ্রুপ ‘ই’। এই গ্রুপে রয়েছে স্পেন, জার্মানি, জাপান। চতুর্থ দল হিসেবে থাকবে কোস্টা রিকা এবং নিউজিল্যান্ডের মধ্যে যে কোনও একটি দল। এটিই কাতার বিশ্বকাপের গ্রুপ অফ ডেথ।
লিয়োনেল মেসির আর্জেন্টিনা রয়েছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপে রয়েছে সৌদি আরব, মেক্সিকো, পোল্যান্ড। নেমারের ব্রাজিলের সঙ্গে ‘জি’ গ্রুপে রয়েছে সার্বিয়া, সুইৎজারল্যান্ড, ক্যামেরুন।
এই বছর ২১ নভেম্বর থেকে বিশ্বকাপ ফুটবল শুরু হবে। ফাইনাল ১৮ ডিসেম্বর।
দেখে নেওয়া যাক সম্পূর্ণ গ্রুপবিন্যাস।
গ্রুপ এ: কাতার, ইকুয়েডর, সেনেগাল, নেদারল্যান্ডস
গ্রুপ বি: ইংল্যান্ড, ইরান, আমেরিকা, ওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেন
গ্রুপ সি: আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো, পোল্যান্ড
গ্রুপ ডি: ফ্রান্স, ডেনমার্ক, টিউনিশিয়া, পেরু/অস্ট্রেলিয়া/সংযুক্ত আরব আমিরশাহি
গ্রুপ ই: স্পেন, জার্মানি, জাপান, কোস্টা রিকা/নিউজিল্যান্ড
গ্রুপ এফ: বেলজিমায়, কানাডা, মরক্কো, ক্রোয়েশিয়া
গ্রুপ জি: ব্রাজিল, সার্বিয়া, সুইৎজারল্যান্ড, ক্যামেরুন
গ্রুপ এইচ: পর্তুগাল, ঘানা, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া