Jose Ramirez Barreto

ব্যারেটোর হাতে লাল-হলুদ জার্সি, ইস্টবেঙ্গল তাঁবুতে হঠাৎ মোহনবাগানের প্রাক্তনী

ফুটবলজীবনে কখনও লাল-হলুদ জার্সি গায়ে চাপাননি ব্যারেটো। ব্রাজিল থেকে কলকাতা ময়দানে এসে মোহনবাগানের ঘরের ছেলে হয়ে গিয়েছিলেন। সেই তিনিই বুধবার পা রাখলেন ইস্টবেঙ্গল তাঁবুতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৪ ২১:১৩
Share:

(বাঁ দিকে) হোসে ব্যারেটোকে ইস্টবেঙ্গল আর্কাইভ ঘুরিয়ে দেখাচ্ছেন দেবব্রত সরকার (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

লাল-হলুদ তাঁবুতে ‘সবুজ তোতা’। বুধবার বিকালে হঠাৎই ইস্টবেঙ্গল তাঁবুতে হাজির হোসে র‌্যামিরেজ ব্যারেটো। ঘুরে দেখলেন ক্লাবের আর্কাইভ। চলে যাওয়ার আগে মুগ্ধতার কথা জানিয়ে গেলেন মোহনবাগানের প্রাক্তন স্ট্রাইকার।

Advertisement

ফুটবলজীবনে কখনও লাল-হলুদ জার্সি গায়ে চাপাননি। ব্রাজিল থেকে কলকাতা ময়দানে এসে মোহনবাগানের ঘরের ছেলে হয়ে গিয়েছিলেন। ডার্বি থাকলেই জ্বলে উঠতেন। সেই ব্যারেটো বুধবার এলেন ইস্টবেঙ্গল তাঁবুতে। মোহনবাগানের চির প্রতিদ্ধন্দ্বী ক্লাবে বেশ খানিকটা সময় কাটালেন। ঘুরে দেখেন ইস্টবেঙ্গল ক্লাবের তাঁবু এবং আর্কাইভ। কথা বলেন ক্লাবের শীর্ষ কর্তা দেবব্রত সরকারের সঙ্গে। ক্লাবের পক্ষ থেকে ব্যারেটোর হাতে তুলে দেওয়া হয় লাল-হলুদ জার্সি। তাঁবু ছাড়ার আগে ক্লাবের ‘ভিজিটর্স বুক’এ ব্যারেটো লেখেন, ‘‘যা দেখলাম, তাতে আমি বিস্মিত। ইতিহাসের এক মহান অংশ দেখলাম।’’

সরকারি ভাবে কোনও পক্ষই মুখ না খুললেও ব্যারেটোর ইস্টবেঙ্গল সফর নিয়ে শুরু হয়েছে জল্পনা। তা হলে কি কোচিং স্টাফ হিসাবে যোগ দিতে চলেছেন ব্যারেটো। দেবব্রত সেই সম্ভাবনা উড়িয়ে দেন। তিনি জানিয়েছেন, ব্যারেটোর সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক ভাল। সেই সম্পর্কের খাতিরেই ক্লাবে এসেছিলেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement