East Bengal

East Bengal: ‘ক্লাবের ইতিহাস কালিমালিপ্ত করবেন না’, ইস্টবেঙ্গলকে কড়া চিঠি প্রাক্তনদের

ইমামির সঙ্গে চুক্তি এখনও হয়নি। দল গঠনের কাজ এখনও কিছুই এগোয়নি। প্রাক্তনদের আশঙ্কা, গত বারের ব্যর্থতার পুনরাবৃত্তি এ বারেও হবে না তো?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ জুন ২০২২ ২০:১৮
Share:

লাল-হলুদকে কড়া চিঠি প্রাক্তনদের ফাইল ছবি

নতুন বিনিয়োগকারী হিসাবে ইমামি আসার পরে কেটে গিয়েছে প্রায় এক মাস। তবে আগামী মরসুমের দল গঠন প্রায় কিছুই এগোয়নি ইস্টবেঙ্গলে। ইতি-উতি কিছু ফুটবলারকে সই করানো হলেও কোনও নামকরা ফুটবলার এখনও লাল-হলুদে আসেননি। এই পরিস্থিতিতে ক্লাবের ভবিষ্যৎ কী হবে, তাঁরা আদৌ আইএসএলে খেলতে পারবে কি না, তা জানতে চেয়ে ক্লাবের সচিবকে কড়া চিঠি পাঠালেন প্রাক্তন ফুটবলাররা।

Advertisement

ইমামির সঙ্গে চুক্তি স্বাক্ষর নিয়ে ক্লাবে এই মুহূর্তে কী পরিস্থিতি, সেটাও জানতে চেয়েছেন তাঁরা। পাশাপাশি এটাও স্পষ্ট বলেছেন, শক্তিশালী দল গড়ে ব্যর্থ হলে জোর করে আইএসএলে খেলে ক্লাবের ইতিহাস কালিমালিপ্ত না করতে।

শ্রী সিমেন্টের সঙ্গে বিচ্ছেদের পরেই ক্লাব তাঁবুতে সাংবাদিক বৈঠক করে কর্তা দেবব্রত সরকার জানিয়েছিলেন, আসন্ন মরসুমের জন্য ফুটবলার বাছাই করতে দায়িত্ব দেওয়া হচ্ছে প্রাক্তন ফুটবলারদের। দেবব্রতের কথা শুনে প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণেন্দু রায়, সৈয়দ রহিম নবির মতো প্রাক্তনরা ফুটবলার বাছাই করে নামের একটা তালিকা ক্লাবের হাতে তুলে দিয়েছিলেন। সেখানে আই লিগ এবং সন্তোষ ট্রফি থেকে বাছাই করা ফুটবলাররা ছিলেন। সেই ফুটবলারদের সই করানোর ব্যাপারে কী হল, তা জানতে চাওয়া হয়েছে।

Advertisement

ক্লাব সচিবকে পাঠানো চিঠিতে প্রশান্ত, কৃষ্ণেন্দু, নবি ছাড়াও সই রয়েছে মিহির বসু, অলোক মুখোপাধ্যায়, সুমিত মুখোপাধ্যায় এবং বিকাশ পাঁজির। প্রত্যেকেই সে দিনের সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন। যে চিঠি তাঁরা ক্লাবকে পাঠিয়েছেন তাতে লেখা, ‘গত ৯ জুন থেকে ট্রান্সফার উইন্ডো খুলেছে। আইএসএলের সব ক্লাব যেখানে ফুটবলারদের সই করাতে ব্যস্ত, সেখানে ইস্টবেঙ্গল চুপচাপ। এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে আইএসএল খেলার মতো ফুটবলার পাওয়া অসম্ভব। তা হলে এ বারেও কি গত বারের পুনরাবৃত্তি হবে?’

চিঠিতে আরও লেখা হয়েছে, ‘আইএসএলের উপযুক্ত দল তৈরি করতে পারলে তবেই সেখানে দল নামান। না হলে লোকদেখানো দল নামিয়ে ক্লাবের ইতিহাসকে আর কালিমালিপ্ত করবেন না। দরকারে কলকাতা লিগ, ডুরান্ড কাপ, আইএফএ শিল্ডে খেলুন। এ ভাবে আইএসএলে খেলবেন না। আইএসএলকে আইএসএলের মতো করেই খেলুন।’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement