ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। —ফাইল চিত্র।
বয়স যে কেবলই একটি সংখ্যা তা বার বার প্রমাণ করছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৩৯ বছর বয়সেও গোল করে চলেছেন তিনি। আল নাসেরের হয়ে আরও একটি গোল করেছেন রোনাল্ডো। বিশ্বের প্রথম ফুটবলার হিসাবে রেকর্ড করেছেন তিনি।
সৌদি প্রো লিগে আল আখদৌদের বিরুদ্ধে গোল করেছেন রোনাল্ডো। ৩-১ গোলে ম্যাচ জিতেছে আল নাসের। রোনাল্ডো ছাড়া বাকি দু’টি গোল করেছেন সাদিয়ো মানে। ২০২৪ সালে ৪৩টি গোল করেছিলেন রোনাল্ডো। নতুন মরসুমেও গোল করতে শুরু করেছেন তিনি। রোনাল্ডোই বিশ্বের প্রথম ফুটবলার যিনি টানা ২৪টি ক্যালেন্ডার বছরে গোল করেছেন। অর্থাৎ, ১৫ বছর বয়স থেকে গোল করছেন তিনি। এখনও তা চলছে।
২০২৫ সালে আল নাসেরের হয়ে তিন বছরের চুক্তি শেষ হচ্ছে রোনাল্ডোর। চুক্তি শেষ হলেও তিনি ক্লাব ছাড়তে চাইছেন না। তিনি চান, চুক্তি আরও বাড়াতে। তার বড় কারণ, তাঁর পরিবার। স্ত্রী জর্জিনা ও সন্তানদের সৌদি আরবে থাকতে ভাল লাগছে। সেই কারণেই সেই দেশ ছাড়তে চান না সিআর৭। তিনি বলেন, “আমি এখানে খুব খুশি। আমার পরিবারও খুশি। এই সুন্দর দেশে আমরা নতুন করে জীবন শুরু করেছি। তাই এখানেই থাকতে চাই। আমি আল নাসেরের হয়েই খেলতে চাই। আশা করছি ক্লাব আমার চুক্তি বাড়াবে।” রোনাল্ডো গত তিন বছর যা খেলেছেন তাতে সৌদির ক্লাব তাঁর চুক্তি বাড়াতে সাগ্রহে রাজি হবেন। সেই কারণেই হয়তো নিজের ভবিষ্যৎ ঠিক করে ফেলেছেন পর্তুগালের ফুটবলার।
ইংল্যান্ড, স্পেন, ইটালির মতো দেশে খেলার পর সৌদিতে গিয়েছেন রোনাল্ডো। সেখানে ভাল খেললেও আগের মতো সাফল্য নেই তাঁর। যদিও লড়াই ছাড়তে চাইছেন না তিনি। রোনাল্ডো বলেন, “আল হিলাল, আল ইত্তিহাদের মতো দলের বিরুদ্ধে খেলা কঠিন। কিন্তু আমরা লড়াই করছি। হাল ছাড়ছি না। কয়েকটা ফাইনালে হারতে হয়েছে। ভবিষ্যতে জিতব। আমি পেশাদার ফুটবলার। তাই ক্লাবকে সম্মান করি। ক্লাবের হয়ে নিজের সেরাটা দিই। ভবিষ্যতেও দেব। আল নাসেরকে আরও ট্রফি জেতাব।”