Kylian Mbappe on Neymar

‘মেসিকে হিংসা করত এমবাপে’, নেমারের এই দাবির পাল্টা জবাব ফরাসি ফুটবলারের

নেমারের দাবি, প্যারিসে খেলার সময় লিয়োনেল মেসিকে হিংসা করতেন কিলিয়ান এমবাপে। নেমারের এই মন্তব্য ভাল ভাবে নেননি ফরাসি ফুটবলার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ১৪:৩৯
Share:

প্যারিসের ক্লাবে খেলার সময় (বাঁ দিক থেকে) নেমার, এমবাপে ও মেসি। —ফাইল চিত্র।

নেমারের কথায় চটেছেন কিলিয়ান এমবাপে। নেমারের দাবি, প্যারিস সঁ জরমঁ-এ খেলার সময় মেসিকে হিংসা করতেন এমবাপে। নেমারের এই মন্তব্য ভাল ভাবে নেননি ফরাসি ফুটবলার। তিনি পাল্টা দিয়েছেন নেমারকে।

Advertisement

কয়েক দিন আগে একটি অনুষ্ঠানে নেমার বলেছিলেন, “আমার আর এমবাপের সম্পর্ক বেশ ভালই ছিল। কিন্তু মেসি আসার পর ছবিটা বদলে গেল। ও মেসিকে ভাল ভাবে নিতে পারেনি। আমার মনে হয়, এমবাপে মেসিকে হিংসা করত। সেই কারণে ওর ব্যবহার বদলে গিয়েছিল।”

পাশাপাশি তারকা ফুটবলারদের অহঙ্কারের কথাও জানিয়েছিলেন নেমার। সেই কারণেই প্যারিসের ক্লাব সাফল্য পায়নি বলে মনে করেন তিনি। নেমার বলেছিলেন, “আত্মবিশ্বাস থাকা ভাল। কিন্তু অহঙ্কার নয়। আমার মনে হয়ে একা কখনও খেলা যায় না। ম্যাচ জিততে হলে পাশে ভাল ফুটবলার দরকার। কিন্তু যখন দলের তারকার মধ্যে অহঙ্কার চলে আসে তখন দলের উপর তার প্রভাব পড়ে।” সরাসরি নাম না নিলেও তিনি যে এমবাপের উদ্দেশ্যেই এ কথা বলেছিলেন তা পরিষ্কার।

Advertisement

নেমারের এই মন্তব্য ভাল ভাবে নেননি এমবাপে। তিনি পাল্টা বলেন, “সত্যি বলতে, আমার জবাব দেওয়ার কিছু নেই। সকলেই জানত কে, কী ভাবে খেলছে। কে, কার সঙ্গে কী ব্যবহার করছে। পুরনো কথা এখন বলতে চাই না। আমি শুধু রিয়াল মাদ্রিদ নিয়েই ভাবছি।”

এমবাপে জানিয়েছেন, নেমারকে নিয়েও অনেক কথা তিনি বলতে পারেন। কিন্তু বলতে চান না। এমবাপে বলেন, “নেমারের বিষয়েও আমি অনেক কিছু জানি। অনেক কিছু বলতে পারি। কিন্তু আমি কাদা ছোড়াছুড়ি পছন্দ করি না। ওর সঙ্গে কাটানো ভাল সময় মনে রাখতে চাই।”

প্যারিসে একই সঙ্গে মেসি ও নেমারের সঙ্গে খেলেছেন এমবাপে। কিন্তু এখন তিন জনই সেই ক্লাবে খেলেন না। মেসি খেলেন আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে। এমবাপে যোগ দিয়েছেন স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদে। আর নেমার সৌদি আরবের ক্লাব আল হিলালের হয়ে খেলছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement