সুস্থ পেলে। —ফাইল চিত্র
বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছুটি পেলেন পেলে। দু’সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। কোলনে টিউমার থাকার কারণে কেমোথেরাপি নিতে হয়েছে তাঁকে। সাও পাওলোর এক হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর।
৮১ বছরের এই প্রাক্তন ফুটবলার আপাতত সুস্থ আছেন বলেই জানা গিয়েছে। ৪ সেপ্টেম্বর তাঁর অস্ত্রোপচার করা হয়েছিল। এক মাস হাসপাতালে থাকার পর ছাড়া পেয়েছিলেন তিনি। কেমো নেওয়ার জন্য ফের হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। শরীর খারাপ হওয়ার কারণে জনসমক্ষে এখন আর দেখা যায় না পেলেকে।
১৭ বছর বয়সে ব্রাজিলের হয়ে খেলা শুরু করেন পেলে। তিনটি বিশ্বকাপ (১৯৫৮, ১৯৬২ এবং ১৯৭০) রয়েছে তাঁর দখলে। ১৯৭৭ সালে অবসর নেওয়ার আগে হাজারের উপর গোল করেছেন পেলে। ৯ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার কথা জানিয়েছিলেন তিনি। দু’সপ্তাহ পর ছাড়া পেলেন পেলে।