উৎসব: চ্যাম্পিয়ন হয়ে উল্লাস গোকুলম এফসির ফুটবলারদের। ছবি টুইটার।
আই লিগ
গোকুলম এফসি ৩ সেতু এফসি ১
ফুটবলে আবার ভারত সেরা গোকুলম এফসি। এ বার মেয়েদের আই লিগেও। বৃহস্পতিবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে মাদুরাইয়ের সেতু এফসিকে ৩-১ গোলে হারালকেরলের দল।
গত ১৪ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে মহমেডানকে ২-১ গোলে হারিয়ে ছেলেদের আই লিগে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছিল গোকুলম এফসি। সপ্তাহ তিনেকের মধ্যে মেয়েদের আই লিগেও সেরা তারা। টানা দ্বিতীয় বার চ্যাম্পিয়ন হওয়ার জন্য গোকুলমকে বৃহস্পতিবার ড্র করলেই চলত। কিন্তু জিততে হত সেতু এফসিকে। মঙ্গলবার কলিঙ্গ স্টেডিয়ামেম্যাচের তিন মিনিটের মধ্যেই দুরন্ত হেডে গোল করে রেনু রানি এগিয়ে দেন সেতু এফসিকে। ধাক্কা সামলে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেন গোকুলমের মেয়েরা। ১৪ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান আশালতা দেবী। ৩৩ মিনিটে গোকুলমকে ২-১ এগিয়ে দেন ঘানার এলসাদ্দাই আচেমপং। সাত মিনিটের মধ্যেই তিনি নিজের দ্বিতীয় গোল করেন। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ৩-১ গোলে এগিয়ে যায় গোকুলম।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল শোধ করতে মরিয়া ওঠেন সেতু এফসি-র ফুটবলাররা। কিন্তু বারবার তাঁরা আটকে যান গোকুলমের রক্ষণে।
আই লিগে পরপর দু’বার চ্যাম্পিয়ন হয়ে উচ্ছ্বসিত গোকুলমের মহিলা ফুটবল দলের কোচ অ্যান্টনি অ্যান্ড্রু বলেছেন, ‘‘সব কৃতিত্ব মেয়েদের। শুরুতে গোল খেয়ে পিছিয়ে পড়ার পড়েও আত্মবিশ্বাস হারিয়ে ফেলেনি ওরা। ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়।’’ যোগ করেছেন, ‘‘চ্যাম্পিয়ন হওয়ার জন্য সেতু এফসির বিরুদ্ধে ড্র করলেই চলত আমাদের। আমরা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিলাম।’’