FIFA World Cup 2022

বিশ্বকাপ জিতেও কেন বিশ্বসেরা দল নয় মেসির আর্জেন্টিনা? নেপথ্যে কী কারণ?

বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন লিয়োনেল মেসিরা। তার পরেও ফিফা ক্রমতালিকায় শীর্ষে নেই আর্জেন্টিনা। তার পিছনে কী কারণ রয়েছে?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ১৪:১৭
Share:

কাতারে বিশ্বকাপ জিতেছেন লিয়োনেল মেসিরা। তার পরেও বিশ্বের সেরা দল হতে পারেনি আর্জেন্টিনা। —ফাইল চিত্র

৩৬ বছর পরে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। নিজের শেষ বিশ্বকাপে ট্রফি জিতেছেন লিয়োনেল মেসি। কিন্তু তার পরেও ফিফা ক্রমতালিকায় শীর্ষে যেতে পারেনি আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে রয়েছে তারা। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও বিশ্বের ১ নম্বর দল ব্রাজিল। বিশ্বকাপ জেতার পরেও কেন বিশ্বের সেরা দল হতে পারল না আর্জেন্টিনা? নেপথ্যে কী কারণ?

Advertisement

আর্জেন্টিনার শীর্ষে পৌঁছতে না পারার নেপথ্যে একমাত্র কারণ পয়েন্ট। বিশ্বকাপ শুরু হওয়ার আগে আর্জেন্টিনা ছিল ৩ নম্বরে। মেসিদের পয়েন্ট ছিল ১৭৭৩.৮৮। সেই সময়ও ব্রাজিল শীর্ষে ছিল। নেমারদের পয়েন্ট ছিল ১৮৪১.৩। দ্বিতীয় স্থানে ১৮১৬.৭১ পয়েন্ট নিয়ে ছিল বেলজিয়াম।

বিশ্বকাপ জেতায় ৬৪.৫০ পয়েন্ট বেড়েছে আর্জেন্টিনার। ফলে এখন তাদের পয়েন্ট ১৮৩৮.৩৮। কিন্তু কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও ব্রাজিলের পয়েন্ট কমেছে মাত্র ০.৫৩। তার ফলে ১৮৪০.৭৭ পয়েন্ট নিয়ে এখনও শীর্ষে রয়েছে ব্রাজিল। কিন্তু বেলজিয়াম গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ায় তাদের পয়েন্ট অনেকটাই কমেছে। ১৭৮১.৩ পয়েন্ট নিয়ে চার নম্বরে তারা। তাই বেলজিয়ামকে টপকে গিয়েছে আর্জেন্টিনা।

Advertisement

বিশ্বকাপে রানার্স কিলিয়ন এমবাপেরা ১৮২৩.৩৯ পয়েন্ট নিয়ে রয়েছেন তৃতীয় স্থানে। কোয়ার্টার ফাইনালে হেরে গেলেও ফিফার ক্রমতালিকায় পঞ্চম স্থান ধরে রেখেছে ইংল্যান্ড। হ্যারি কেনদের সংগ্রহ ১৭৭৪.১৭ পয়েন্ট।

প্রথম দশটি দেশের মধ্যে রয়েছে যথাক্রমে নেদারল্যান্ডস, ক্রোয়াশিয়া, ইটালি, পর্তুগাল এবং স্পেন। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া নেদারল্যান্ডস ২ ধাপ এগিয়ে এসেছে। তৃতীয় স্থান পাওয়া ক্রোয়েশিয়া এগিয়ে এসেছে ৫ ধাপ। বিশ্বকাপের যোগ্যতাই অর্জন করতে না পারা ইটালি মাত্র ২ ধাপ পিছিয়ে ৮ নম্বরে রয়েছে। পর্তুগাল আগের মতোই নবম স্থান ধরে রেখেছে। তিন ধাপ নেমে ১০ নম্বরে রয়েছে বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে বিদায় নেওয়া স্পেন।

ক্রমতালিকায় সব থেকে উন্নতি হয়েছে মরক্কো এবং অস্ট্রেলিয়ার। এ বারের বিশ্বকাপে ফুটবলপ্রেমীদের মন জিতে নেওয়া মরক্কো ১১ ধাপ উঠে ক্রমতালিকার একাদশ স্থানে রয়েছে। অস্ট্রেলিয়াও ১১ ধাপ উঠে নতুন ক্রমতালিকার ২৭ নম্বরে জায়গা পেয়েছে। সব থেকে খারাপ অবস্থা বিশ্বকাপ আয়োজক কাতার এবং কানাডার। এই দুই দেশের সব থেকে বেশি অবনতি হয়েছে। ২ দলই নেমে গিয়েছে বারো ধাপ করে। কানাডা রয়েছে ফিফার ক্রমতালিকার ৫৩ নম্বরে এবং কাতার রয়েছে ৬২ নম্বরে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement