চিরাচরিত আকাশি-সাদা জার্সিতেই কি দেখা যাবে মেসিদের? নাকি আর্জেন্টিনার জার্সির রং বদলাবে? —ফাইল চিত্র
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও ফ্রান্স কোন জার্সি পরে নামবে তা জানিয়ে দিয়েছে দু’দল। লিয়োনেল মেসিদের দেখা যাবে চিরাচরিত আকাশি-সাদা জার্সিতেই। অন্য দিকে নিজেদের দ্বিতীয় জার্সি পরে নামবে ফ্রান্স। অর্থাৎ, নীল জার্সি সাদা প্যান্টের বদলে দুটোই নীল রঙের পরে নামবেন কিলিয়ান এমবাপেরা।
এ বারের বিশ্বকাপের ফাইনাল আর্জেন্টিনার হোম ম্যাচ। কারণ, তারা আগে বিশ্বকাপের ফাইনালে উঠেছে। তাই প্রথম জার্সি পছন্দ করার সুযোগ তাদের। মেসিরা ঠিক করেছেন আকাশি-সাদা জার্সি পরেই খেলবেন। প্যান্ট সাদা রঙের। এ বারের বিশ্বকাপের গ্রুপের শেষ ম্যাচে পোল্যান্ডের বিরুদ্ধে নীল জার্সি পরে খেলেছিলেন মেসিরা। বাকি প্রতিটি ম্যাচে একই জার্সি পরেছেন মেসিরা।
অন্য দিকে ফ্রান্স এ বারের বিশ্বকাপের একটি ম্যাচ ছাড়া বাকি সব ম্যাচে নীল জার্সি, সাদা প্যান্ট পরে খেলেছেন। একমাত্র তিউনিশিয়ার বিরুদ্ধে পুরো নীল জার্সি পরেছিলেন তাঁরা। সেই ম্যাচ ০-১ ব্যবধানে হেরেছিল ফ্রান্স। আর্জেন্টিনা সাদা প্যান্ট পরে খেলায় ফ্রান্স নীল প্যান্ট পরে খেলতে নামবে ফাইনালে।
এই জার্সি পরেই গত বারের বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলেছিল ফ্রান্স। ৪-২ গোলে বিশ্বকাপ জিতেছিল তারা। অন্য দিকে ২০১৪ সালের বিশ্বকাপের ফাইনালে নীল জার্সি পরে খেলতে নেমেছিলেন মেসিরা। সে বার হারতে হয়েছিল। এ বার জার্সি বদল করায় মেসিদের ভাগ্যবদল হয় কি না সেটা দেখার।