দুরন্ত হেডে গোল করলেন এন-নেসিরি। পর্তুগালের বিরুদ্ধে এগিয়ে গেল মরক্কো। ছবি: রয়টার্স
গোল করতে পারল না পর্তুগাল। খেলা শেষ। জিতল মরক্কো।
একটুর জন্য গোল করতে পারলেন না হোর্তা। রোনাল্ডোর সঙ্গে দেওয়া নেওয়া করে বক্সে ঢোকেন তিনি। বাঁ পায়ের বাঁক খাওয়ানো বল গোলে ঢুকছিল। শেষ মুহুর্তে তা বার করে দেন বোনো।
পুরো খেলাটাই হচ্ছে মরক্কোর অর্ধে। গোল করার জন্য পর্তুগালের পুরো দল উঠে এসেছে। একের পর এক আক্রমণ হচ্ছে। কিন্তু মরিয়া রক্ষণ করছেন মরক্কোর ফুটবলাররা। পর পর চারটি কর্নার পায় পর্তুগাল। কিন্তু সেখান থেকে ফসল তুলতে পারেননি রোনাল্ডোরা। গোল না পেয়ে অস্থির হয়ে উঠছেন পর্তুগালের ফুটবলাররা।
চাপ বাড়াচ্ছে পর্তুগাল। বেশ কয়েক বার মরক্কোর বক্সে পৌঁছে গিয়েছেন রোনাল্ডোরা। কিন্তু শেষ মুহূর্তে সব আক্রমণ প্রতিহত হয়ে যাচ্ছে। ফলে গোলের মুখ খোলা যাচ্ছে না।
পরিবর্ত হিসাবে রোনাল্ডোকে মাঠে নামিয়ে দিলেন পর্তুগালের কোচ।
দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ ছিল মরক্কোর। ৪৯ মিনিটের মাথায় হাকিম জিয়েচের ফ্রিকিক আর একটু হলে জালে জড়িয়ে যেত। কোনও রকমে সেই বল বার করেন কোস্তা।
গোল খাওয়ার পরে শোধ করার চেষ্টা করে পর্তুগাল। সুযোগও পায় তারা। বক্সের বাইরে থেকে ব্রুনো ফের্নান্দেসের শট বারে লেগে বেরিয়ে যায়। প্রথমার্ধে ০-১ গোলে পিছিয়ে সাজঘরে যায় পর্তুগাল।
এগিয়ে গেল মরক্কো। নিজেদের মধ্যে বেশ কয়েকটি পাস খেলে বাঁ প্রান্ত ধরে আক্রমণে ওঠে মরক্কো। বক্সে বল ভাসিয়ে দেন এল-ইদ্রিসি। আগুয়ান গোলরক্ষক কোস্তা বলের নাগাল পাওয়ার আগে হেডে গোল করেন এন-নেসিরি।
আবার গোলের সুযোগ পায় পর্তুগাল। বাঁ দিক থেকে ক্রসে শট মারেন ফেলিক্স। কিন্তু তাঁর শট বার উঁচিয়ে চলে যায়। গোলে থাকলে দৃষ্টিনন্দন গোল করতে পারতেন পর্তুগালের ফেলিক্স।
বলের দখল নিতে শুরু করেছে মরক্কো। ছোট ছোট পাসে খেলছেন হাকিমিরা। দু’এক বার পর্তুগালের গোলের সামনে বিপদ তৈরি হলেও গোলের মুখ খুলতে পারেনি মরক্কো।
আবার মরক্কোর গোলের কাছে পৌঁছে যায় পর্তুগাল। বক্সের বাইরে থেকে ডান পায়ে জোরালো শট মারেন ফেলিক্স। বল সরাসরি গোলের দিকে যাচ্ছিল। কিন্তু ডিফেন্ডারের পায়ে লেগে গোলের একটু উপর দিয়ে বল চলে যায়। গোলে থাকলে সমস্যায় পড়তেন বোনো।
খেলায় ধীরে ধীরে ফেরার চেষ্টা করছে মরক্কো। প্রান্ত ধরে কয়েকটি আক্রমণ করেছেন হাকিমি, জিয়েচরা। কিন্তু খুব একটা সমস্যায় পড়েননি পর্তুগালের গোলরক্ষক কোস্তা। তবে বলের দখল এখনও পর্তুগালের বেশি।
সেট পিস থেকে ফায়দা তোলার চেষ্টা করছে পর্তুগাল। ১২ মিনিটের মাথায় ব্রুনোর আরও একটি ফ্রিকিক থেকে গোল করার জায়গায় চলে গিয়েছিল পর্তুগাল। রাফায়েলের শট আটকে যায় মরক্কোর ডিফেন্ডারের গায়ে। প্রথম ১৫ মিনিটে দু’বার প্রতি আক্রমণে ওঠা ছাড়া বিশেষ কিছু করতে পারেনি মরক্কো।
প্রথম থেকেই আক্রমণ পর্তুগালের। দুই প্রান্ত ব্যবহার করে বক্সে ক্রস করার চেষ্টা করছে তারা। ৪ মিনিটের মাথায় ব্রুনো ফের্নান্দেসের ফ্রিকিক থেকে দুরন্ত হেড করেন জোয়াও ফেলিক্স। তাঁর হেড বাঁচিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনো।
দিয়োগো কোস্তা, দিয়োগো দালত, পেপে, রুবেন দিয়াস, রাফায়েল গুয়েরেরো, বের্নান্দো সিলভা, রুবেন নেভেস, ওটাভিয়ো, ব্রুনো ফের্নান্দেস, জোয়াও ফেলিক্স, গনসালো রামোস