দীর্ঘ দিন ধরে অসুস্থ পেলে। কয়েক দিন আগেই তাঁকে ভর্তি করাতে হয়েছিল হাসপাতালে। —ফাইল চিত্র
ফুটবল বিশ্বকাপের মাঝে আবার হাসপাতালে ভর্তি করানো হয়েছে পেলেকে। চিকিৎসকেরা জানিয়েছেন, শরীর ফুলে গিয়েছে তাঁর। সেইসঙ্গে রয়েছে হৃদ্যন্ত্রের সমস্যা।
জানা গিয়েছে, মঙ্গলবার ব্রাজিলের সাও পাওলোর একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে পেলেকে। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী মার্সিয়া আওকি ও এক জন আয়া। হাসপাতাল সূত্রে খবর, এর আগে বিভিন্ন কারণে পেলেকে হাসপাতালে ভর্তি করানো হলেও শরীর ফুলে যাওয়ার ঘটনা এই প্রথম হয়েছে।
গত কয়েক দিন ধরে শরীরে অস্বস্তি হচ্ছিল পেলের। নিজে হাতে খেতেও পারছিলেন না তিনি। সোমবার রাতে বাড়াবাড়ি হওয়ায় মঙ্গলবার ভর্তি করানো হয় তাঁকে। চিকিৎসকেরা জানিয়েছেন, পেলের হৃদ্যন্ত্রের সমস্যা হচ্ছে। সেই কারণে তাঁর শরীর ফুলে গিয়েছে। চিকিৎসকেরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। এর বেশি কিছু জানানো হয়নি হাসপাতাল থেকে।
গত বছর সেপ্টেম্বর মাসে অস্ত্রোপচার করে পেলের কোলন থেকে টিউমার বাদ দেওয়া হয়েছিল। সেখান থেকে কোনও সমস্যা হচ্ছে কি না তা খতিয়ে দেখছেন চিকিৎসকেরা। তাঁর বেশ কয়েকটি পরীক্ষা করা হবে। তার পরে পরবর্তী পদক্ষেপ করবেন চিকিৎসকেরা।
বিশ্বকাপের আয়োজক হিসেবে ২০১০ সালে কাতারের নাম ঘোষণার পরেই উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন পেলে। ইচ্ছে ছিল ১৮ ডিসেম্বর দোহার লুসাইল স্টেডিয়ামে বসে ব্রাজিলের ষষ্ঠবার বিশ্বকাপ জয় দেখবেন। কিন্তু চিকিৎসকেরা তাঁকে কাতার যাওয়ার অনুমতি দেননি। তিনি ব্রাজিলে নিজের বাড়িতেই ছিলেন। সেখানেই আরও এক বার অসুস্থ হয়ে পড়লেন ব্রাজিলের হয়ে তিন বারের বিশ্বকাপজয়ী ফুটবলার।