ছবি: রয়টার্স
মরক্কোর বিরুদ্ধে সেমিফাইনালের যুদ্ধে তখন নামার প্রস্তুতি নিচ্ছে ফ্রান্স। সেই সময় এমন একটা ঘটনা ঘটল যে ফ্রান্স দলের তারকা ফুটবলার ছুটলেন এক সমর্থকের কাছে। ক্ষমা চাইলেন কিলিয়ান এমবাপে। তাঁর আচরণ মন জয় করে নিল সমর্থকদের। কিছু ক্ষণ পর এমবাপেরা জিতে নিলেন সেমিফাইনাল। পৌঁছে গেলেন বিশ্বকাপের ফাইনালে।
অনুশীলন করার সময় এমবাপের মারা বল গিয়ে লাগে এক সমর্থকের মুখে। সঙ্গে সঙ্গে যন্ত্রণায় মুখ ঢেকে ফেলেন তিনি। এমবাপেকে দেখা যায় বিজ্ঞাপনের বোর্ড টপকে ওই সমর্থকের কাছে পৌঁছে যেতে। সেখানে তিনি ওই সমর্থকের কাছে ক্ষমা চেয়ে নেন। পরে ফিরে এসে সতীর্থদের সঙ্গে যোগ দিয়ে তাঁর অনুশীলন শেষ করেন। স্টেডিয়ামে ফ্রান্সের সমর্থকরা এমবাপের ওই আচরণ দেখে হাততালি দিয়ে ওঠেন। ঘটনাটি ক্যামেরাবন্দি করেন চিত্রগ্রাহকরা।
এ বারের বিশ্বকাপে এখনও পর্যন্ত ৫টি গোল করেছেন এমবাপে। সোনার বুট জেতার লড়াইয়ে রয়েছেন তিনি। লিয়োনেল মেসিও ৫টি গোল করেছেন। প্যারিসের ক্লাবের দুই সতীর্থের মধ্যেই লড়াই চলছে সোনার বুটের। ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে মেসির দেশ আর্জেন্টিনাও ফাইনালে পৌঁছে গিয়েছে। রবিবার ফ্রান্স বনাম আর্জেন্টিনার লড়াই দেখবে গোটা বিশ্ব।
বিশ্বকাপে এমবাপের মোট গোলের সংখ্যা ৯। গত বারের রাশিয়া বিশ্বকাপে ৪টি গোল করেছিলেন এমবাপে। তাঁদের উৎসাহ দেওয়ার জন্য প্রচুর সমর্থক মাঠে জমা হন। যদিও মরক্কোর সমর্থকের সংখ্যা মাঠে বেশি চোখে পড়েছে। লাল জার্সিতে সেজেছিলেন তাঁরা। ম্যাচ শেষে তাঁদের মনের দুঃখ নিয়েই মাঠ ছাড়তে হয়েছে। প্রথম বার বিশ্বকাপের সেমিফাইনালে খেললেও তা জেতা হল না। যদিও আফ্রিকার দেশের লড়াই মন জিতে নিয়েছে ফুটবল বিশ্বের।