কাতার বিশ্বকাপের ১০তম ম্যাচ। খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি জার্মানি এবং জাপান। চার বার চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি। জাপানের সেরা ফল, তিন বার দ্বিতীয় রাউন্ডে ওঠা।
- গোল। দ্বিতীয় গোল জাপানের। জার্মানির বিরুদ্ধে ২-১ ব্যবধানে এগিয়ে গেল জাপান।
- গোল। সমতা ফেরাল জাপান।
- দুর্ভেদ্য ন্যয়ার। জাপানের গোলের চেষ্টা রুখলেন অনবদ্য ভাবে।
- দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে জার্মানি। গুন্ডয়ার শট পোস্টে লাগল।
- ব্যবধান বাড়াতে পারল না জার্মানি। অফসাইডের জন্য বাতিল হল গোল।
- গোল। ৩৩ মিনিটে ১-০ ব্যবধানে এগিয়ে গেল জার্মানি। পেনাল্টি থেকে গোল গুন্ডয়ানের।
- গুন্ডয়ানের দূরপাল্লা শট রুখে দিলেন জাপানের গোলরক্ষক।
- প্রথম কর্নার পেল জার্মানি। এগিয়ে যেতে পারত তারা। অল্পের জন্য বাইরে রুডিগারের হেড।
- বিপদ থেকে বাঁচল জার্মানি। অফসাইডের জন্য বাতিল জাপানের গোল।
- ম্যাচের প্রথম কর্নার পেল জাপান। জার্মানির বিরুদ্ধে আগ্রাসী মেজাজে শুরু জাপানের।
- অপেক্ষা আর কয়েক মিনিটের। কাতার বিশ্বকাপে মাঠে নামবে চার বারের চ্যাম্পিয়ন জার্মানি। এশিয়ার অন্যতম সেরা দল জাপানের বিরুদ্ধে অভিযান শুরু ম্যানুয়েল নয়্যারদের।
- চোটের জন্য জার্মানি এই ম্যাচে পাচ্ছে না নির্ভরযোগ্য ফুটবলার লেরয় সানেকে। মঙ্গলবার অনুশীলন করার সময় হাঁটুতে চোট পেয়েছেন তিনি।
- জাপান শিবিরে কোনও চোট, আঘাতের সমস্যা নেই। সেরা একাদশ নিয়েই জার্মানির মোকাবিলা করতে পারবে তারা।
- কাতারের বৈষম্যমূলক আইনের প্রতিবাদে ‘ওয়ান লাভ’ বাহুবন্ধনী পরে মাঠে নামার কথা ছিল জার্মান অধিনায়কের। ফিফার কড়া নির্দেশে তারা সুর নরম করেছে।
- আপাতত সুর নরম করলেও পিছু হঠছে না জার্মানি। ফিফার বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হয়েছে জার্মান ফুটবল সংস্থা।