ভারত এবং আমেরিকার ফুটবলারদের মধ্যে বল দখলের লড়াই। ছবি: টুইটার।
অনূর্ধ্ব ১৭ মহিলাদের বিশ্বকাপ ফুটবলের শুরুটা ভাল হল না আয়োজক ভারতের। মঙ্গলবার প্রথম ম্যাচে শক্তিশালী আমেরিকার কাছে ০-৮ গোলে হেরে গেল ভারতীয় দল। প্রথমার্ধেই ০-৫ ব্যবধানে পিছিয়ে যায় ভারত।
ভুবনেশ্বরের কলিঙ্গ স্টে়ডিয়ামে শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে আমেরিকা। ন’মিনিটেই মেলিনা রেবিম্বাস এগিয়ে দেন আমেরিকাকে। ১৫ মিনিটে আমেরিকার হয়ে দ্বিতীয় গোল শার্লট রুথ কোহলারের। ২৩ মিনিটে আমেরিকার পক্ষে তৃতীয় গোল ওনেকা পালোমা গ্যামেরো। ৩১ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের পক্ষে চতুর্থ গোল করেন রেবিম্বাস। ৩৯ মিনিটে আমেরিকাকে ৫-০ ব্যবধানে এগিয়ে দেন জিসেল থম্পসন।
প্রথমার্ধের শেষেই পয়েন্টের আশা ছেড়ে দেয় ভারত। দ্বিতীয়ার্ধে সম্পূর্ণ রক্ষণাত্মক ফুটবল খেলার চেষ্টা করে ভারতীয় দল। ব্যবধান যতটা সম্ভব কম রাখাই ছিল লক্ষ্য। শেষ দিকে কিছুটা ঢিমে তালে খেলে আমেরিকাও। তবু, ম্যাচে গোল করার মতো ভাল সুযোগ তৈরিই করতে পারেনি ভারতীয় দল। দ্বিতীয়ার্ধে আরও তিন গোল দেয় ২০০৮ সালের রানার্সরা। ৫১, ৫৯ এবং ৬২ মিনিটে পর পর তিন গোল করেন যথাক্রমে এলা এমিরি, টেলর সুয়ারেজ় এবং মিয়া ভুটা।
শুক্রবার ভারতের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ মরক্কো। সে দিনই আমেরিকা মুখোমুখি হবে ব্রাজিলের। মঙ্গলবার প্রতিযোগিতার প্রথম ম্যাচে ব্রাজিল ১-০ গোলে হারিয়েছে মরক্কোকে। অন্য দিকে, গ্রুপ ‘বি’-র ম্যাচে জার্মানি ২-১ গোলে হারিয়েছে নাইজেরিয়াকে।