UEFA Euro 2024

রোনাল্ডোর প্রথম গোলের অপেক্ষায় পর্তুগাল, সামনে আজ মরিয়া জর্জিয়া

শেষ ষোলোয় নামার আগে রোনাল্ডো গোল পেলে আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যাবে দলের। শেষ ম্যাচে তিন গোলে তুরস্ককে হারানোর পরে ফুরফুরে মেজাজে রয়েছে রবের্তো মার্তিনেসের দল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ জুন ২০২৪ ০৬:৫৯
Share:

মহড়া: পর্তুগালের প্রস্তুতির ফাঁকে ফুরফুরে মেজাজে রোনাল্ডো। ছবি: এক্স।

প্রথম দু’টি ম্যাচ জিতে ইতিমধ্যেই শেষ ষোলো নিশ্চিত করে ফেলেছে পর্তুগাল। কিন্তু এখনও গোল পাননি কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বুধবার জর্জিয়ার বিরুদ্ধে পর্তুগালের ম্যাচটি নেহাত নিয়মরক্ষার হলেও রোনাল্ডোর সামনে গোল করার আরও একটি সুযোগ।

Advertisement

শেষ ষোলোয় নামার আগে রোনাল্ডো গোল পেলে আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যাবে দলের। শেষ ম্যাচে তিন গোলে তুরস্ককে হারানোর পরে ফুরফুরে মেজাজে রয়েছে রবের্তো মার্তিনেসের দল। কিন্তু জর্জিয়ারে হারিয়ে সম্পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে পরবর্তী পর্বে যেতে চায় পর্তুগাল।

সাংবাদিক বৈঠকে এ দিন আসেন তরুণ ফুটবলার ফ্রান্সিস্কো কনকেসাও। বলেন, ‘‘আমরা ভাল ছন্দে রয়েছি। শেষ দু’টি ম্যাচ জিতে পরবর্তী পর্ব প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে। এ বার অপেক্ষা আমাদের কিংবদন্তির একটি গোলের। তা হলে পরবর্তী পর্বে আরও আত্মবিশ্বাসী হয়ে নামতে পারব।’’

Advertisement

চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে প্রথম ম্যাচের নায়ক কনসেসাও। কিন্তু শেষ ম্যাচে তাঁকে বিশেষ কোনও অবদান রাখতে হয়নি। তবুও বলছেন, ‘‘ইউরো তো এখনই শেষ হয়ে যায়নি। অবদান রাখার সময় পেরিয়ে যাচ্ছে না।’’

এ দিকে পর্তুগালকে হারাতে মরিয়া জর্জিয়াও। দু’ম্যাচে তাদের পয়েন্ট এক। সমান পয়েন্ট চেক প্রজাতন্ত্রের। তিন পয়েন্ট তুরস্কের। জর্জিয়া পর্তুগালকে হারালে চার পয়েন্টে পৌঁছে যাবে। অন্য দিকে তুরস্ক জিতলে ছয় পয়েন্ট নিয়ে চলে যাবে পরবর্তী পর্বে। কিন্তু তারা হারলে চেক ও জর্জিয়ার সমান পয়েন্ট থাকবে। সে ক্ষেত্রে তৃতীয় দল হিসেবে পরবর্তী পর্বে যাওয়ার সুযোগ থাকবে জর্জিয়ারও।

এ দিকে ইউক্রেনের বিরুদ্ধে মরণ-বাঁচন লড়াইয়ে নামছে বেলজিয়াম।

আজ ইউরোয়: স্লোভাকিয়া বনাম রোমানিয়া, ইউক্রেন বনাম বেলজিয়াম (রাত ৯.৩০)। জর্জিয়া বনাম পর্তুগাল, চেক প্রজাতন্ত্র বনাম তুরস্ক (রাত ১২.৩০)। সোনি স্পোর্টস নেটওয়ার্কে সম্প্রচার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement