Emami East Bengal

Emami East Bengal: বিদেশি নিয়ে চিন্তায় নেই ইমামি ইস্টবেঙ্গল, শীঘ্রই ঘোষণা হবে এশীয় কোটার ফুটবলারের নাম

জানা গিয়েছে, বিদেশিদের নিয়ে কোনও সমস্যা নেই। ভারতে খেলার জন্য আন্তর্জাতিক ছাড়পত্র রয়েছে তাঁদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২২ ২১:৪৮
Share:

বিদেশি নিয়ে ইস্টবেঙ্গলের চিন্তা নেই। ফাইল ছবি

সর্বভারতীয় ফুটবল সংস্থাকে ফিফা নির্বাসিত করার পরেই কিছুটা সমস্যায় পড়েছিল ইমামি ইস্টবেঙ্গল। সেই সমস্যা কাটিয়ে উঠেছে তারা। জানা গিয়েছে, বিদেশিদের নিয়ে কোনও সমস্যা নেই। আইএসএলে খেলে থাকায় তিন বিদেশির আন্তর্জাতিক ছাড়পত্র পাওয়া নিয়ে সমস্যা ছিল না। বাকি তিন জনের মধ্যে যে দু’জনকে সই করানো হয়েছে, তাঁদেরও আন্তর্জাতিক ছাড়পত্র রয়েছে বলেই সূত্রের খবর। ষষ্ঠ বিদেশি, যাঁকে এশীয় কোটায় সই করানো হবে, তাঁরও আন্তর্জাতিক ছাড়পত্র মিলেছে বলে জানা গিয়েছে।

Advertisement

শহরে ইতিমধ্যেই এসেছেন সাইপ্রাসের কারালাম্বোস কিরিয়াকু। তিনি আগে কোনও দিন ভারতে খেলেননি। তবে সূত্রের খবর, তাঁর আন্তর্জাতিক ছাড়পত্র রয়েছে। এলিয়ান্দ্রো নামে নতুন ব্রাজিলীয় খেলোয়াড়ের কাছেও প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে। সূত্রের খবর, ষষ্ঠ বিদেশিও চূড়ান্ত হয়ে গিয়েছে। আগামী দু’-তিন দিনের মধ্যে তাঁর নাম ঘোষণা করা হবে। আগামী শুক্রবারের মধ্যেই বেশিরভাগ বিদেশি ফুটবলারের শহরে চলে আসার কথা। শোনা যাচ্ছে, আগামী রবিবার এক গোলকিপারের নাম ঘোষণা হবে, যেখানে রয়েছে চমক।

ডায়মন্ড হারবারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে আটকে গেলেও রিজার্ভ দলের ফুটবলারদের খেলায় খুশি সহকারী কোচ বিনো জর্জ। প্রধান কোচ স্টিভন কনস্ট্যান্টাইনেরও কিছু ফুটবলারকে ভাল লেগেছে। গোলকিপার দেবনাথ মণ্ডল এটিকে মোহনবাগানে সই করায় উদ্বিগ্ন নয় দল। সূত্রের খবর, ব্রিটিশ কোচের পছন্দের তালিকায় ছিলেন না দেবনাথ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement