Egypt

Africa Cup of Nations: দ্বিতীয় স্থানেই সালাহরা

গ্রুপ ‍‘ডি’-র ম্যাচে সুদানকে ১-০ হারিয়ে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থান ধরে রাখল মহম্মদ সালাহর দল মিশর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২২ ০৭:৩৫
Share:

ছবি রয়টার্স।

আফ্রিকা কাপ অব নেশনসে ফের অঘটন। এ বার আইভরি কোস্টের কাছে ১-৩ হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিল আলজিরিয়া। ‍‘ই’ গ্রুপের ম্যাচে এ দিন গ্রুপ সেরা হতে গেলে শক্তিশালী আলজিরিয়ার বিরুদ্ধে জিততে হত আইভরি কোস্টকে। প্রত্যাশা মতোই তারা ম্যাচ জিতে মাঠ ছাড়ে। রিয়াদ মাহরেজের নেতৃত্বাধীন আলজিরিয়া গ্রুপে একটি ম্যাচ না জিততে পারল না।

Advertisement

এই গ্রুপের অন্য খেলায় সিয়েরা লিয়োনকে ১-০ হারিয়ে গ্রুপে দ্বিতীয় হল ইকুয়েটোরিয়াল গিনি। গ্রুপ ‍‘ডি’-র ম্যাচে সুদানকে ১-০ হারিয়ে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থান ধরে রাখল মহম্মদ সালাহর দল মিশর। এই গ্রুপের অন্য ম্যাচে গিনি-বিসাউকে ২-০ হারিয়ে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল নাইজিরিয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement