Kolkata Derby

১৯ বছর পর আবার ডুরান্ড ফাইনালে কলকাতা ডার্বি? সেমিফাইনালে দুই প্রধানের প্রতিপক্ষ কারা

শেষ বার ২০০৪ সালে ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই প্রধান। ১৯ বছর পর রবিবার কি আবার সেই ম্যাচ ফিরবে?

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৩ ২১:৩৫
Share:

কলকাতা ডার্বির একটি মুহূর্ত। ছবি: টুইটার।

ইস্টবেঙ্গলের পর মোহনবাগান। ডুরান্ড কাপের সেমিফাইনালে উঠে গেল কলকাতার দুই প্রধানই। দু’জনেই নিজেদের ম্যাচ জিততে পারলে ডুরান্ড কাপ ফাইনালে আবার ডার্বি হতে পারে। সে ক্ষেত্রে ১৯ বছর পর আবার ডুরান্ড ফাইনালে কলকাতা ডার্বি হতে পারে। তার আগে কঠিন বাধা টপকাতে হবে দুই দলকেই। দুই প্রধানকেই খেলতে হবে আইএসএলের প্রতিপক্ষদের বিরুদ্ধে।

Advertisement

ইস্টবেঙ্গল এবং মোহনবাগান, দুই দলই ১৬ বার করে ডুরান্ড জিতেছে। ২০০৪ সালে শেষ বার ডুরান্ড জেতে ইস্টবেঙ্গল। সেই তাদের শেষ বার ফাইনালে ওঠা এবং ট্রফি জেতা। ফাইনালে চন্দন দাসের জোড়া গোলে মোহনবাগানকে ২-১ হারিয়ে ট্রফি জেতে ইস্টবেঙ্গল। তার পর থেকে না তারা ফাইনালে উঠতে পেরেছে, না ট্রফি জিতেছে।

শেষ বার মোহনবাগান ডুরান্ড জিতেছে ১৯৯৯-২০০০ সালে। সে বার মাহিন্দ্রা ইউনাইটেডের বিরুদ্ধে নির্ধারিত সময়ের খেলা ১-১ ড্র হওয়ার পর গোল্ডেন গোলে জেতে তারা। তার পর ২০১৯-এ ফের তারা ফাইনালে উঠেছিল। কিন্তু গোকুলম কেরলের কাছে ১-২ গোলে হেরে যায়। এ বার দুই প্রধানই ফাইনালে উঠলে ডুরান্ড কাপ জয়ের নিরিখে কেউ এক জন এগিয়ে যাবে।

Advertisement

ডুরান্ডের সেমিফাইনালে আগে মাঠে নামবে ইস্টবেঙ্গল। আগামী মঙ্গলবার তাদের প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। খেলা শুরু সন্ধে ৬টা থেকে। দু’দিন পরে, অর্থাৎ বৃহস্পতিবার এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে মোহনবাগান। সেটিও শুরু ৬টা থেকে। ফাইনাল রবিবার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement