East Bengal

নতুন মরসুমে ইস্টবেঙ্গলের নজরে তিন স্ট্রাইকার

কোচ হিসেবে রীতিমত সফল কুয়াদ্রত। ২০১৮-১৯ মরসুমে তাঁর অধীনে আইএসএল চ‌্যাম্পিয়নও হয় বেঙ্গালুরু। তাই নতুন কোচকে ঘিরে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ইস্টবেঙ্গল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৩ ০৭:৪৮
Share:

ইস্টবেঙ্গলের কোচ হিসেবে কার্লোস কুয়াদ্রত। ফাইল ছবি।

ইস্টবেঙ্গলের কোচ হিসেবে কার্লোস কুয়াদ্রত চূড়ান্ত হবার পরই শক্তিশালী দল গড়তে আসরে নেমে পড়েছেন লাল-হলুদ কর্তারা। প্রাথমিক ভাবে একজন ভাল স্ট্রাইকার নেওয়ার লক্ষ‌্য রয়েছে তাদের। গত বছর থেকেই স্ট্রাইকার সমস‌্যায় ভুগছে লাল-হলুদ শিবির। স্ট্রাইকার হিসেবে একমাত্র আশার আলো ছিলেন ক্লেটন সিলভা। তাঁকে খেলতে না দিলেই আটকে যেত ইস্টবেঙ্গলও। তাই এবার ক্লেটনের পাশাপাশি গোল করার লোক বাড়াতে আরও একজনকে দলে নেওয়ার ভাবনাচিন্তা চলছে। মূলত তিনজনকে তালিকায় রাখা হয়েছে। এরা হলেন মুম্বই সিটি এফসির হর্ঘে পেরেরা দিয়াস, হায়দরাবাদ এফসির হাভিয়ের সিভেরিয়ো এবং কেরল ব্লাস্টার্স এফসির দিমিত্রিয়স দিয়ামনতাকোস। তবে ওয়াকিবহাল মহলের ধারণা, মুম্বইয়ের সঙ্গে পেরেরার এবং কেরলের সঙ্গে দিমিত্রিয়সের চুক্তি বাকি আছে। হায়দরাবাদ এফসির হাভিয়েরের সম্ভাবনাই প্রবল।

Advertisement

কোচ হিসেবে রীতিমত সফল কুয়াদ্রত। ২০১৮-১৯ মরসুমে তাঁর অধীনে আইএসএল চ‌্যাম্পিয়নও হয় বেঙ্গালুরু। তাই নতুন কোচকে ঘিরে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ইস্টবেঙ্গল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement