ISL 2021-22

ISL 2021-22: ‘এত ভুল করলে চলবে না’, দলের খেলায় ক্ষুদ্ধ ইস্টবেঙ্গল কোচ, আর কী বললেন দিয়াস

প্রশ্ন উঠেছে লাল-হলুদ কোচের দল নির্বাচন নিয়েও। দলের ভারতীয় ফুটবলারদের মধ্যে এক মাত্র হাওকিপ গোল করেছেন। কিন্তু তিনি জায়গা পাচ্ছেন না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২১ ০৯:৫৬
Share:

ইস্টবেঙ্গল কোচ ম্যানুয়েল দিয়াস ছবি: টুইটার থেকে।

এখনও পর্যন্ত জয় অধরা। আইএসএল-এর চলতি মরসুমের তৃতীয় ম্যাচে ড্র করায় তাও এক পয়েন্ট ঘরে এসেছিল। কিন্তু পরের ম্যাচে ফের হারতে হয়েছে এসসি ইস্টবেঙ্গলকে। গোয়ার কাছে হারের পরে দলের খেলা নিয়ে মুখ খুললেন লাল-হলুদ কোচ ম্যানুয়েল দিয়াস। স্পষ্ট জানিয়ে দিলেন, দলের খেলায় খুশি নন তিনি। এত ভুল করলে জেতা যায় না বলে মনে করেন দিয়াস।

Advertisement

ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে ইস্টবেঙ্গল কোচ বলেন, ‘‘আমরা অনেক ভুল করেছি। সেই ভুল কাজে লাগিয়েই এফসি গোয়া পর পর গোল করেছে। আমাদের আরও অনুশীলন করতে হবে। নিজেদের আরও উন্নতি করতে হবে। এত ভুল করলে চলবে না।’’

প্রশ্ন উঠেছে লাল-হলুদ কোচের দল নির্বাচন নিয়েও। দলের ভারতীয় ফুটবলারদের মধ্যে এক মাত্র হাওকিপ গোল করেছেন। কিন্তু ওড়িশা ম্যাচের পর থেকে তাঁকে খেলাচ্ছেন না কোচ। তার জবাবে দিয়াস বলেন, ‘‘পেরোসেভিচ ও চিমাকে বেশি ক্ষণ খেলাতে হচ্ছে। সে জন্যই ওকে বেশি খেলানো যাচ্ছে না। তবে ভবিষ্যতে ওকে নিশ্চয়ই খেলতে দেখা যাবে।’’

Advertisement

দলের ডাচ মিডফিল্ডার ড্যারেন সিডোয়েলকেও দেখা যায়নি গোয়ার বিরুদ্ধে। সেই প্রসঙ্গে দিয়াস জানান সিডোয়েলের চোট রয়েছে। তাই তাঁকে খেলানো যাচ্ছে না। তবে ধীরে ধীরে উন্নতি করছেন সিডোয়েল। আগামী ম্যাচগুলিতে তাঁকে দেখা যাবে বলেই জানিয়েছেন লাল-হলুদ কোচ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement