kolkata derby

Kolkata Derby: ৩০ মিনিটেই শেষ অনলাইন টিকিট, ইস্ট-মোহন ম্যাচ দেখতে ভরসা অফলাইনই

ডার্বির টিকিটের চাহিদা বাড়ছে। অনলাইনে সেই টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। কী ভাবে পাওয়া যাবে বাকি টিকিট?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২২ ১৬:৩৯
Share:

ডার্বির টিকিট অফলাইনে। ফাইল ছবি

আড়াই বছর পর কলকাতা ডার্বি। এটিকে মোহনবাগান বনাম ইমামি ইস্টবেঙ্গল ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে। অনলাইনে শনিবার টিকিট বিক্রি শুরু হয়েছিল। অন্য ম্যাচের টিকিট এখনও পাওয়া গেলেও আপাতত পাওয়া যাচ্ছে না ডার্বির টিকিট। ২৮ অগস্ট ইস্ট-মোহন ডার্বির প্রথম দফার অনলাইন টিকিট শেষ মাত্র ৩০ মিনিটেই।

Advertisement

যুবভারতীতে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচ দেখার জন্য এখন ভরসা শুধুই অফলাইন টিকিট। অনলাইনে ফের টিকিট পাওয়া যাবে। তবে তা শুধুই বক্স অফিসের। ডার্বির তিন দিন আগে সেই টিকিট পাওয়া যেতে পারে বলে সূত্রের খবর। কিন্তু সেখানে কতগুলি টিকিট থাকবে তা এখনও স্পষ্ট নয়।

অন্য ম্যাচের টিকিট এখনও অনলাইনে পাওয়া যাচ্ছে। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডানের বিভিন্ন ম্যাচের টিকিট বিক্রি চলছে। ৫০ টাকা দামের সেই টিকিট অনলাইনে কিনতে পারেন সমর্থকরা। ১৬ অগস্ট থেকে শুরু ডুরান্ড কাপ। সেই দিনই ম্যাচ রয়েছে মহমেডানের। গোয়ার বিরুদ্ধে খেলবে কলকাতার দল। মোহনবাগানের প্রথম ম্যাচ ২০ অগস্ট। তাদের ম্যাচ রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে। ইস্টবেঙ্গল নামবে ২২ অগস্ট। তারা খেলবে ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement