ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ছবি: রয়টার্স।
উয়েফা নেশনস লিগে পোল্যান্ডের বিরুদ্ধে জোড়া গোল করেছেন। তার মধ্যে দ্বিতীয় গোলটি বাইসাইকেল কিকে, যা নিয়ে চর্চা শুরু হয়েছে। ৩৯ বছরের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ম্যাচের পরেই উত্তর দিয়েছেন অবসর নিয়ে জল্পনার। জানিয়েছেন, আরও এক-দুই বছর খেলতে পারেন।
চলতি মরসুমে ক্লাব আল নাসেরের হয়ে ১০টি গোল এবং তিনটি অ্যাসিস্ট করেছেন রোনাল্ডো। এ বারের নেশনস লিগে চার ম্যাচে পাঁচ গোল করেছেন। দেশের হয়ে ১৩৫টি গোল হয়ে গিয়েছে। রোনাল্ডো জানিয়েছেন, খেলার জন্য তাগিদ যত দিন অনুভব করবেন তত দিন খেলা চালিয়ে যাবেন।
পোল্যান্ড ম্যাচের পর রোনাল্ডো বলেছেন, “এখন আমি শুধু উপভোগ করতে চাই। অবসরের পরিকল্পনা যদি বলেন, সেটা এক দিন আসবেই। হয়তো আরও এক-দু’বছর পরে। আমি জানি না। দ্রুত আমার বয়স ৪০ বছর হবে। তাই এখন সময়টা উপভোগ করতে চাই। যত দিন তাগিদ থাকবে তত দিন খেলব। যে দিন কোনও অনুপ্রেরণা থাকবে না সে দিন অবসর নেব।”
রোনাল্ডোর সংযোজন, “জাতীয় দল থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেব অনেক ভেবেচিন্তে। আগে থেকে কোনও ঘোষণা করব না। হঠাৎ করেই সিদ্ধান্ত হবে।” কোচিংয়ে আসার যে কোনও ইচ্ছা তাঁর নেই সেটাও জানিয়েছেন পর্তুগালের অধিনায়ক। বলেছেন, “নিজেকে কোচ হিসাবে দেখতে চাই না। আমার এ রকম কোনও পরিকল্পনা নেই। ফুটবলের বাইরে কোনও কিছুতে নিজের ভবিষ্যত খুঁজে নেব। সময়ই বলে দেবে আমি কী করব।”