ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ছবি: এক্স (টুইটার)।
পর্তুগালের জার্সিতে আবার জ্বলে উঠলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বকাপ, ইউরো কাপে ব্যর্থতার পর নেশনস লিগে চেনা ফর্মে রয়েছেন পর্তুগিজ অধিনায়ক। টানা তিন ম্যাচে গোল করলেন। শনিবার পোল্যান্ডকেও তাঁর দল হারাল ৩-১ ব্যবধানে। অন্য ম্যাচে ডেনমার্ককে হারাল স্পেন।
আন্তর্জাতিক ফুটবলে ১৩৩টি গোল হয়ে গেল সিআর সেভেনের। ক্লাব ফুটবল মিলিয়ে তাঁর গোলের সংখ্যা এখন ৯০৬। বিশ্বকাপ এবং ইউরো কাপে ব্যর্থতার পর ফুটবলপ্রেমীদের একাংশ মনে করেছিলেন, রোনাল্ডোর আন্তর্জাতিক ফুটবলজীবন প্রায় শেষ। কিন্তু সমালোচকদের ভুল প্রমাণ করলেন ৩৯ বছরের ফুটবলার।
পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে সকলের চোখ ছিল রোনাল্ডো এবং রবার্ট লেয়নডস্কির দ্বৈরথের দিকে। রোনাল্ডো প্রত্যাশা পূরণ করলেও ঘরের মাঠে নিষ্প্রভ দেখিয়েছে লেয়নডস্কিকে। পর্তুগালের আগ্রাসী ফুটবলের সামনে তেমন প্রতিরোধ গড়ে তুলতে পারেননি পোল্যান্ডের ফুটবলারেরা। ২৬ মিনিটে পর্তুগালের পক্ষে প্রথম গোল করেন বের্নার্ডো সিলভা। ৩৭ মিনিটে দলের দ্বিতীয় গোল সিআর সেভেনের। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে পর্তুগাল। দ্বিতীয়ার্ধে কিছুটা হিসাবি ফুটবল খেলতে শুরু করে পর্তুগাল। জয় প্রায় নিশ্চিত হয়ে যাওয়ায় ৬৩ মিনিটে রোনাল্ডোকে তুলে নেন পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ। তাতেও বিশেষ সুবিধা করতে পারেনি পোল্যান্ড। ৭৮ মিনিটে তাদের হয়ে ব্যবধান কমান পিটার জিয়েলনস্কি। শেষ দিকে গোল শোধ করতে পোল্যান্ড মরিয়া হয়ে উঠলেও লাভ হয়নি। বরং ৮৮ মিনিটে আত্মঘাতী গোল করে পর্তুগালের জয় নিশ্চিত করে আয়োজকেরাই। প্রতিযোগিতায় রোনাল্ডোরদের পরের প্রতিপক্ষ স্কটল্যান্ড। টানা তিন ম্যাচ জিতে পর্তুগালের পয়েন্ট এখন ৯।
অন্য ম্যাচে ডেনমার্ককে ১-০ ব্যবধানে হারিয়েছে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। ৭৯ মিনিটে স্পেনের পক্ষে গোলটি করেন মার্টিন জুবিমেন্দি। ৩ ম্যাচের পর সাত পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপে শীর্ষে স্পেন।