Cristiano Ronaldo

Cristiano Ronaldo: রোনাল্ডো সুযোগ নষ্ট করায় শাকিরার তীব্র উপহাস, কী ভাবে জবাব দেন সিআর সেভেন

গোলের সহজ সুযোগ নষ্ট করায় রোনাল্ডোকে উপহাস করেন শাকিরা। শেষ মুহূর্তে দুরন্ত গোল করে পপ গায়িকার সামনে এসেই উৎসবে মাতেন পর্তুগিজ ফুটবলার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ জুন ২০২২ ১৭:৫৭
Share:

শাকিরা এবং রোনাল্ডো। ফাইল ছবি।

জেরার্ড পিকের সঙ্গে ১১ বছরের সম্পর্ক ভেঙেছে সম্প্রতি। তার আগে পর্যন্ত বার্সেলোনার খেলা থাকলে মাঝেমধ্যেই দেখা যেত পপ তারকা শাকিরাকে। এল ক্লাসিকো হলে তো কথাই নেই।

Advertisement

বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের বহু ম্যাচে গ্যালারিতে দেখা যেত শাকিরাকে। বার্সেলোনায় লিওনেল মেসি আর বিপক্ষ রিয়াল মাদ্রিদে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। লা লিগায় দু’দল মুখোমুখি হওয়া মানেই ফুটবলপ্রেমীদের বাড়তি অ্যাড্রিনালিন ক্ষরণ হত।

তেমনই এক ম্যাচে গ্যালারিতে ছিলেন শাকিরা। ২০১১ সালে সম্পর্কের শুরুর দিকে পিকে এবং শাকিরাকে প্রায় সর্বত্রই এক সঙ্গে দেখা যেত। রিয়ালের বিরুদ্ধে বার্সার ম্যাচ দেখতে এসেছিলেন শাকিরা। কোপা দেল রে প্রতিযোগিতার ফাইনালে গোলের সহজ সুযোগ নষ্ট করেন রোনাল্ডো। তা দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন শাকিরা। সেখানেই থামেননি কলম্বিয়ার পপ গায়িকা। রোনাল্ডোকে তীব্র উপহাসও করেন শাকিরা।

Advertisement

সহজ সুযোগ নষ্ট করায় তখন কোনও জবাব দেননি পর্তুগিজ ফুটবলার। অমীমাংসিত ভাবে শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। এর পর অতিরিক্ত সময়ের শেষ দিকে ১৪ গজ দৌড়ে দুরন্ত গোল করেন রোনাল্ডো। সেই গোলেই খেতাব জেতে রিয়াল। গোল করেই রোনাল্ডো ছুটে যান গ্যালারির দিকে। শাকিরার সামনেই উৎসবে মাতেন তিনি।

রোনাল্ডোর উচ্ছ্বাস দেখে কার্যত বাকরুদ্ধ হয়ে যান পিকের বান্ধবী। মিনিট পাঁচেক একই জায়গায় বসে থাকেন তিনি। গুরুত্বপূর্ণ ম্যাচের শেষ বেলায় রোনাল্ডোর এমন মোক্ষম জবাব আশা করেননি শাকিরা।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement