Neymar

Neymar: জোর বাঁচলেন নেমার, মাঝ আকাশে ভয়ঙ্কর বিপদে ফুটবলার

বার্বাডোজ থেকে ওড়ার কিছু পরেই খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে নেমারের ব্যক্তিগত বিমান। জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। বিমানেই ছিলেন নেমার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২১ জুন ২০২২ ১৫:১৭
Share:

নেমার। ফাইল ছবি।

মাঝ আকাশে বিপদে পড়ল নেমারের ব্যক্তিগত বিমান। বার্বাডোজ থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানটি খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে। প্রচণ্ড ঝাঁকুনি শুরু হয়। পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। উত্তর-পূর্ব ব্রাজিলের একটি ছোট বিমানবন্দরে জরুরি অবতরণ করে নেমারের বিমান। যাত্রী ছিলেন নেমার এবং তাঁর বোন।

Advertisement

সোমবার দুর্ঘটনার কবলে পড়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর একটি বহুমূল্য গাড়ি। স্পেনের রাস্তা দিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির দেওয়ালে ধাক্কা মারেন। দুর্ঘটনার সময় রোনাল্ডো অবশ্য গাড়িতে ছিলেন না। পরের দিনই নেমারের বিমান বিপদে পড়ল। বিমানেই ছিলেন ব্রাজিলের ফুটবল তারকা।

বিমান ছাড়ার আগে বোন রাফায়েলাকে পাশে নিয়ে একটি ছবি তোলেন নেমার। নেটমাধ্যমে সেই ছবি পোস্ট করেন তিনি। আকাশে ওড়ার পর বিমানের জানলা থেকে তোলা নিচের ছবিও নেটমাধ্যমে দেন প্যারিস সঁ জঁ ফুটবলার। যদিও ব্রাজিলের একটি সূত্রের দাবি, বিমানে ছিলেন না নেমার।

Advertisement

বোনের সঙ্গে মায়ামিতে ছুটি কাটাতে গিয়েছিলেন নেমার। গত সপ্তাহেই মায়ামির সমুদ্রসৈকতে বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডি এবং বোন রাফায়েলার সঙ্গে দেখা গিয়েছে তাঁকে। ব্রাজিল ফেরার সময়ই মাঝ আকাশে এই বিপত্তি। ছোট বিমান হওয়ায় ঝুঁকি নিতে চাননি পাইলট। শেষ পর্যন্ত নিরাপদেই অবতরণ করে নেমারের বিমান। নেমার এবং তাঁর বোনের কোনও আঘাত লাগেনি।

বিমান ছাড়ার আগে বোনের সঙ্গে নেমারের ছবি। ছবি: টুইটার

নেমারের ব্যক্তিগত বিমানটি ঘণ্টায় সর্বোচ্চ ৫৩১ কিলোমিটার গতিতে যেতে পারে। এক টানা ২,৯০০ নটিক্যাল মাইল উড়তে পারে। আকারে ছোট হওয়াতেই পাইলট খারাপ আবহাওয়ার মধ্যে বিমান চালানোর ঝুঁকি নেননি।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement