AIFF

FIFA bans AIFF: ‘আদালত বললে সরে যাব’, ফিফার নির্বাসন নিয়ে আনন্দবাজার অনলাইনে ভাস্কর

যারা ভারতীয় ফুটবল দেখছে, সেই কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স হয়তো আর দায়িত্বে থাকবে না। সদস্য ভাস্কর গঙ্গোপাধ্যায় তার জন্য প্রস্তুত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২২ ১২:২৩
Share:

এখন ভারতীয় ফুটবলের দায়িত্ব সামলাচ্ছে ভাস্কর গঙ্গোপাধ্যায়ের সিওএ। গ্রাফিক: শৌভিক দেবনাথ

ভারতীয় ফুটবলকে নির্বাসিত করেছে ফিফা। সুপ্রিম কোর্টের নির্দেশে এখন যারা ভারতীয় ফুটবলের দেখাশোনা করছে, সেই কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স (সিওএ) হয়তো আর দায়িত্বে থাকবে না। সিওএ-র অন্যতম সদস্য ভাস্কর গঙ্গোপাধ্যায় তার জন্য প্রস্তুত। আনন্দবাজার অনলাইনকে ভারতের প্রাক্তন অধিনায়ক বললেন, ‘‘ভারতীয় ফুটবলের উন্নতির জন্য আমরা কাজ করা শুরু করেছিলাম। কী ভাবে উন্নতি করা যায়, তা আমরা খতিয়ে দেখেছি। যদি সুপ্রিম কোর্ট বলে আমাদের আর দরকার নেই, তা হলে সরে যাব। কোনও সমস্যা নেই।’’

Advertisement

ফিফার নির্বাসন নিয়ে তিনি বেশি কিছু বলতে চাইলেন না। তাঁর বক্তব্য, ‘‘সুপ্রিম কোর্ট আমাদের কমিটি তৈরি করেছে। আমরা নিজে থেকে আসিনি। গোটা ব্যাপারটা এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন। ফলে ফিফা নির্বাসন নিয়ে খুব বেশি মন্তব্য করা আমাদের উচিত হবে না।’’

বুধবার সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। ভাস্কর সে দিকে তাকিয়ে রয়েছেন। বললেন, ‘‘দেখা যাক সেখানে কী হয়। এটুকু বলতে পারি, আমাদের যে কাজ করতে বলা হয়েছিল সেটাই করেছি। এ বার বাকিটা সুপ্রিম কোর্ট ঠিক করবে।’’

Advertisement

সরাসরি না বললেও ভাস্কর মেনে নিয়েছেন, কিছু মানুষ ব্যক্তিগত স্বার্থে ফিফাকে ভুল পথে চালনা করার চেষ্টা করছেন। তাঁর মতে, সুপ্রিম কোর্ট এই বিষয়টিতে নজর রাখুক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement