একটি দাতব্য সংস্থা তৈরি করছেন আব্রামোভিচ। তারাই টাকাটা নেবে। আব্রামোভিচ বলেন, “যুদ্ধের কারণে ইউক্রেনে ক্ষতি হওয়া মানুষদের পাশে দাঁড়াবে এই সংস্থা। যাঁদের এখনই সাহায্য প্রয়োজন, তাঁদের পাশে যেমন দাঁড়াবে, তেমনই পরবর্তী সময় যাঁদের সাহায্য লাগবে, তাঁদেরও সাহায্য করবে এই সংস্থা।”
—ফাইল চিত্র
বিক্রি হয়ে যেতে চলেছে চেলসি ফুটবল ক্লাব। ১৯ বছর পর এই ইংলিশ ক্লাবের মালিকানা ছেড়ে দিতে চলেছেন রোমান আব্রামোভিচ। রুশ ব্যবসায়ী তেমনটাই জানিয়েছেন বুধবার রাতে। ক্লাব বিক্রির টাকা ইউক্রেনের যুদ্ধে নিহত মানুষদের জন্য দান করবেন বলেও জানিয়েছেন আব্রামোভিচ।
রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকেই কোণঠাসা আব্রামোভিচ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শক্তি ধরে রাখার পিছনে তিনি রয়েছেন বলে অভিযোগ ওঠে। তার পর থেকে ব্রিটেনে আব্রামোভিচের থাকা নিয়ে প্রশ্ন ওঠে। আব্রামোভিচ বলেন, “এই সময়ের পরিস্থিতির কথা মাথায় রেখে আমি চেলসি ক্লাব বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার মনে হয় ক্লাব, সমর্থক, কর্মী, স্পন্সরদের জন্য এটাই সেরা সিদ্ধান্ত।”
তবে এখনই বিক্রি হয়ে যাচ্ছে না চেলসি। ধাপে ধাপে বিক্রি করা হবে ক্লাবকে। আব্রামোভিচ জানিয়েছেন, ক্লাবের জন্য যে ঋণ নিয়েছেন তিনি, তার বোঝা ক্লাবের উপর চাপাবেন না। ক্লাব বিক্রি করলে ১৫ হাজার কোটি টাকার বেশি পাবেন আব্রামোভিচ। তবে এখনই পুরো টাকা দিতে হবে না তাঁকে।
একটি দাতব্য সংস্থা তৈরি করছেন আব্রামোভিচ। তারাই টাকাটা নেবে। আব্রামোভিচ বলেন, “যুদ্ধের কারণে ইউক্রেনে ক্ষতি হওয়া মানুষদের পাশে দাঁড়াবে এই সংস্থা। যাঁদের এখনই সাহায্য প্রয়োজন, তাঁদের পাশে যেমন দাঁড়াবে, তেমনই পরবর্তী সময় যাঁদের সাহায্য লাগবে, তাঁদেরও সাহায্য করবে এই সংস্থা।”
সুইৎজারল্যান্ডের ব্যবসায়ী হান্সজর্গ উইজ চেলসি ফুটবল ক্লাবটি কিনতে আগ্রহী। কিছু দিন ক্লাবের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন আব্রামোভিচ। তখনই ক্লাব কেনার ব্যাপারে আগ্রহ দেখান এই সুইস ব্যবসায়ী। যদিও সেই সময় ক্লাবের মালিকানা ছাড়ার কথা বলেননি আব্রামোভিচ। উইজ বলেন, “আব্রামোভিচ ইংল্যান্ডে তাঁর যত বাড়ি আছে সব বিক্রি করতে চাইছেন। চেলসির মালিকানা থেকে মুক্তি পেতে চাইছেন তিনি। আমি এবং আরও তিন জনকে চেলসি কেনার প্রস্তাব দিয়েছেন আব্রামোভিচ।”
২০০৩ সালে চেলসি ফুটবল ক্লাবটি কেনেন আব্রামোভিচ। প্রায় দেড় হাজার কোটি টাকায় ক্লাবটি কিনেছিলেন তিনি। এই ১৯ বছরে পাঁচ বার প্রিমিয়ার লিগ এবং এফএ কাপ জিতেছে চেলসি, দু’বার চ্যাম্পিন্স লিগ জিতেছে। ফিফা ক্লাব বিশ্ব কাপও জিতেছে চেলসি। আব্রামোভিচ বলেন, “আশা করি অন্তত শেষ বারের মতো স্ট্যামফোর্ড ব্রিজে (চেলসির ফুটবল মাঠ) সবাইকে বিদায় জানাতে যেতে পারব।”