—ফাইল চিত্র
গত চার বছর ধরে আর্থিক দুর্নীতির নানা অভিযোগ উঠেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) বিরুদ্ধে। তা খতিয়ে দেখার জন্য কম্পট্রলার অ্যান্ড অডিটর জেনারেল অব ইন্ডিয়ার (ক্যাগ) ফেডারেশনের কাছে গত চার বছরের হিসেব চেয়েছে। যাবতীয় অভিযোগ খতিয়ে দেখার জন্য একটা তদন্তদলও তৈরি করেছে ক্যাগ। সংবাদ সংস্থা পিটিআই-এর খবর তেমনই। ফেডারেশন অবশ্য জানিয়েছে, তারা ক্যাগের কোনও চিঠি পায়নি।
তাদের পক্ষ থেকে লিখিত ভাবে জানানো হয়েছে, ‘ক্যাগের তরফে কোনও বিশেষ চিঠি ফেডারেশন পায়নি। ২০১৭-১৮ থেকে ২০২০-২১ সালের যে অডিট রুপোর্ট ইতিমধ্যেই জমা দেওয়া হয়েছে। চলতি বছরের হিসেবও নিয়ম মেনে দেওয়া হবে। এটা ব্যতিক্রমী কোনও ঘটনা নয়।’
এআইএফএফ-এর বিরুদ্ধে ক্যাগের তদন্তকে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক সম্মতি দিয়েছে, এরকম তথ্য প্রকাশ্যে আসার পর ফেডারেশন জানিয়েছে, ‘‘ক্যাগের ২০১৭-১৮ থেকে ২০২০-২১ পর্যন্ত সমস্ত অডিট রিপোর্ট জমা করা হয়েছে। ২০২১ সালের ১৮ জুন ক্যাগের থেকে একটি চিঠি এসেছিল। সেখানে ২০১৭-১৮ থেকে ২০২০-২১ সাল পর্যন্ত সমস্ত অডিট এবং ক্রীড়া ও যুবমন্ত্রক থেকে পাওয়া সমস্ত অর্থের হিসেব চাওয়া হয়েছিল। সেই বছরের ৩০ অগস্টেই সব তথ্য জমা দেওয়া হয়েছে।’’