রোনাল্ডিনহো আরও বলেছেন, ‘‘ও খুব শক্তিশালী, দারুণ ড্রিবলিং করতে পারে, গতি আছে। তা ছাড়া ও বয়সে তরুণ। পরিপূর্ণ একজন ফুটবলার। এমবাপের খেলা কিছুটা নিকোলাস আনেলকার মতো। নিকোরও গতি ছিল এখনকার এমবাপের মতো। দু’জনের মধ্যেই কিছু সাদৃশ্য রয়েছে।’’
সমর্থন: মেসি, নেমারকে নিয়ে সমালোচনা চান না রোনাল্ডিনহো।
পূর্বসূরি দাঁড়েলেন উত্তরসূরিদের পাশে। প্রাক্তন ব্রাজিলীয় তারকা রোনাল্ডিনহো সমালোচনায় বিদ্ধ লিয়োনেল মেসি, নেমার দ্য সিলভা স্যান্টোস জুনিয়রকে নিয়ে মতামত জানালেন একটি অনুষ্ঠানে। বলে দিলেন, সাম্প্রতিক সময়ে ক্লাব ফুটবলে দুই তারকাকে বিদ্রুপের মুখে পড়তে হলেও তাঁদের প্রতি আগাধ আস্থা রয়েছে তাঁর।
বার্সেলোনা থেকে প্যারিস সাঁ জারমাঁয় আসার পর থেকে মেসির খেলা নিয়ে সমালোচনা চলছে। সেরা ছন্দে মেসিকে পাওয়া যাচ্ছে না, এই নিয়ে আলোচনা কম হচ্ছে না। একই সঙ্গে নেমারও তীব্র সমালোচনার শিকার হয়েছেন।
স্পেনের এক পত্রিকার অনুষ্ঠানে প্রাক্তন সতীর্থকে নিয়ে রোনাল্ডিনহো বলেছেন, ‘‘যাঁরা ফুটবল খেলেন, তাঁরা জানেন এক ক্লাব থেকে অন্য ক্লাবে এলে কী সমস্যা হয়। তাঁর সবকিছু গুছিয়ে নিতে একটু সময় লাগে। আমি যখন প্যারিসে এসেছিলাম তখনও ব্যাপারটা বেশ কঠিন ছিল।’’ তিনি আরও যোগ করেছেন, ‘‘মেসি ২০ বছর বার্সেলোনায় ছিল। এই প্রথম বার ও ক্লাব বদলালো। তাই ওর মানিয়ে নিতে একটু সময় লাগবেই। সেটাই স্বাভাবিক। সবকিছুই তো পাল্টে যায়। কথাবার্তা থেকে যে ভাবে সে ফুটবল খেলে এসেছে সেটা, এ সবই সময়ের সঙ্গে ঠিক হয়ে যায়।’’ রোনাল্ডিনহো মনে করেন, এ ভাবে মেসির সমালোচনা করা ঠিক হচ্ছে না। ‘‘আমরা যদি ক্রিশ্চিয়ানো (রোনাল্ডো), মেসি, নেমারকে নিয়ে সমালোচনা করি, তা হলে আর কাকে নিয়ে কথা বলব? ফুটবল এ রকমই। প্রতি সপ্তাহান্তে একটা নতুন সিনেমা। যেখানে আমরা আবার দারুণ সব দৃশ্য দেখব।’’
নেমারকে নিয়ে তাঁর মতামতও জানান রোনাল্ডিনহো। তিনি বলেছেন, ‘‘নেমার যা অর্জন করেছে, তার জন্য আমি খুব খুশি। ও বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। প্রতি বছর ও প্যারিসে নতুন কিছু জেতে। ব্রাজিলে আমাদের তারকা নেমার, আমাদের নেতা। ব্রাজিলে সবাই নেমারকে নিয়ে খুশি।’’ সঙ্গে তিনি আরও বলেছেন, ‘‘তবে নেমারের বিরুদ্ধে বিদ্রুপ আমার একেবারে সহ্য হয় না। ও সবে কান দিই না। সবারই নিজস্ব মতামত রয়েছে।’’
শুধু মেসি ও নেমারই নন, কথা প্রসঙ্গে ফরাসি তারকা কিলিয়ান এমবাপেকে নিয়েও নিজের মতামত জানান রোনাল্ডিনহো। ‘‘এমবাপে দারুণ খেলোয়াড়। ওকে খুব পছন্দ করি। ও এমন একজন ফুটবলার, যার খেলা ছেড়ে ওঠা যায় না। ফুটবলে ও আরও অনেক কিছু করার ক্ষমতা রাখে,’’ বলেন রোনাল্ডিনহো। ফ্রান্সের তারকার রিয়াল মাদ্রিদে যাওয়া নিয়ে জল্পনা প্রসঙ্গেও কথা বলেন রোনাল্ডিনহো। তিনি বলেছেন, ‘‘ওকেই ঠিক করতে হবে কী চায়। পিএসজি-তে যে রকম ফুটবলার রয়েছে, এখানে ও থাকতেই পারে। কিন্তু সেটা ওকেই ঠিক করতে হবে। তবে এমবাপে যে কোনও জায়গায় ওর টেকনিক এবং গতির সাহায্যে খেলতে পারে।’’ শুধু তাই নয়, এমবাপের প্রশংসা করে রোনাল্ডিনহো আরও বলেছেন, ‘‘ও খুব শক্তিশালী, দারুণ ড্রিবলিং করতে পারে, গতি আছে। তা ছাড়া ও বয়সে তরুণ। পরিপূর্ণ একজন ফুটবলার। এমবাপের খেলা কিছুটা নিকোলাস আনেলকার মতো। নিকোরও গতি ছিল এখনকার এমবাপের মতো। দু’জনের মধ্যেই কিছু সাদৃশ্য রয়েছে।’’