সাম্প্রতিক সময়ে নেমারের ফুটবলের মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সর্বত্র। তার উপরে রয়েছে চোট প্রবণতা। তিতে তাঁর দলের অন্যতম সেরা অস্ত্র সম্পর্কে আগের মতোই আস্থাজ্ঞাপন করেছেন। তিনি বলেছেন, ‘‘দেশের জার্সিতে নেমারের দায়বদ্ধতা নিয়ে কোনও দিন প্রশ্ন ওঠেনি। এ বারও উঠবে না।’’
লিয়োনেল স্কালোনি। ফাইল চিত্র।
একজনের দেশ শেষবার বিশ্বকাপ জিতেছিল ২০০২ সালে। দ্বিতীয়দনের দেশ বিশ্বকাপ হাতে তুলেছিল দিয়েগো মারাদোনার অলৌকিক ফুটবলের সুবাদে ১৯৮৬ সালে। মরুশহরের বিশ্বকাপে কি আবার ফিরতে পারে লাতিন আমেরিকার ফুটবলের চেনা সৌরভ?
ব্রাজিল দলের কোচ তিতে মনে করেন, এই মুহূর্তে দাঁড়িয়ে সেই বিষয়ে মন্তব্য না করে দলকে আরও ভাল ভাবে তৈরি করা তাঁর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ।
গ্রুপ ‘জি’তে ব্রাজিলের সঙ্গে রয়েছে নোভাক জোকোভিচের দেশ সার্বিয়া, সুইৎজ়ারল্যান্ড এবং ক্যামেরুন। শুক্রবার দোহায় বিশ্বকাপ ড্রয়ের আসরে উপস্থিত ছিলেন নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়রদের গুরু। তিনি ড্রয়ের পরে বলেছেন, ‘‘এই গ্রুপ নিয়ে আমার কোনও অসন্তোষ নেই। বিশ্বকাপ এমন এক মঞ্চ, যেখানে সহজ ম্যাচ বলে কিছুই নেই। প্রত্যেক মুহূর্তে সকলকে লড়াই করতে হয়। ব্রাজিল দল হিসেবে আমাদের বাড়তি কিছু দায়িত্ব থেকেই যায়। ফলে সে ভাবেই দলকে খেলতে হবে।’’
বরং তিতে খুশি হয়েছেন, তাঁর দলের প্রথম ম্যাচ ২৪ নভেম্বর সার্বিয়ার বিরুদ্ধে। তিতে বলেছেন, ‘‘বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে দলকে আরও ভাল ভাবে তৈর করার সুযোগ পাচ্ছি বলে আরও ভাল লাগছে। সার্বিয়া দল সম্পর্কে তেমন স্পষ্ট ধারণা নেই। ফলে হাতে কিছুটা সময় পাওয়ায় নিজেদের আরও গুছিয়ে নিতে পারব। এই ধরনের দলগুলো খুব বেগ দিয়ে থাকে।’’
লিয়োনেল স্কালোনিও কাতার বিশ্বকাপের ড্র দেখে স্বস্তি অনুভব করছেন। গ্রুপ ‘সি’তে আর্জেন্টিনার সঙ্গে রয়েছে সৌদি আরব, মেক্সিকো এবং পোল্যান্ড। লিয়ো মেসিদের কোচ বলে দিয়েছেন, ‘‘বিশ্বকাপের ড্র নিয়ে আনন্দ বা হতাশার বিশেষ কোনও জায়গা নেই। বিশ্বের সেরা দেশগুলি চার বছর লড়াই করে এই পর্যায়ে উঠে এসেছে। ফলে আমাদেরও সমস্ত দলের সঙ্গে লড়াই করেই পরের রাউন্ডে ওঠার পথ নিশ্চিত করতে হবে। তবে এই গ্রুপ নিয়ে আমার কোনও আপত্তি নেই।’’
বিশেষজ্ঞরা বলছেন, গ্রুপে রবার্ট লেয়নডস্কির পোল্যান্ডের চেয়েও বেশি বিপজ্জনক মেক্সিকো মেসিদের কাছে। অতীত পরিসংখ্যান বলছে, ২০০৬ বিশ্বকাপে মেক্সিকোর বিরুদ্ধে ফুটবলার হিসেবে খেলেছিলেন আজকের আর্জেন্টিনা দলের কোচ। যা নিয়ে স্কালোনি বলেছেন, ‘‘মেক্সিকোর ফুটবলের সঙ্গে আমারহ সম্যক পরিচয় রয়েছে। ওদের বিরদ্ধে খেলেছি বিশ্বকাপে। নিঃসন্দেহে ওই ম্যাচটা আমাদের কাছে কঠিন পরীক্ষা হয়ে উঠতেই পারে।’’ তার পরেই রয়েছে প্লে-অফ পর্বে সুইডেনকে হারিয়ে বিশ্বকাপের ছাড়পত্র আদায় করা লেয়নডস্কির পোল্যান্ড। মেসিদের কোচ বলেছেন, ‘‘লেয়নডস্কির জন্য পোল্যান্ড দল অন্য একটা মাত্রা পেয়ে গিয়েছে সাম্প্রতিক সময়ে। তবে এত চুলচেরা বিশ্লেষণ করে লাভ নেই। সমস্ত দলেই বেশ কয়েকজন ভাল মানের ফুটবলার রয়েছে। আমাদের খেলতে হবে দল হিসেবে।’’ যোগ করেছেন, ‘তবে এটাও ঠিক যে, আমাদের দলে লিয়োনেল মেসি নামেও এক ফুটবলার রয়েছে, যে চোখের নিমেষে একটি ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। গ্রুপের বাকি তিন দলকে সেই ব্যাপারও মাথায় রাখতে হবে।’’
সাম্প্রতিক সময়ে নেমারের ফুটবলের মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সর্বত্র। তার উপরে রয়েছে চোট প্রবণতা। তিতে তাঁর দলের অন্যতম সেরা অস্ত্র সম্পর্কে আগের মতোই আস্থাজ্ঞাপন করেছেন। তিনি বলেছেন, ‘‘দেশের জার্সিতে নেমারের দায়বদ্ধতা নিয়ে কোনও দিন প্রশ্ন ওঠেনি। এ বারও উঠবে না।’’