Bengal Football

Bengal Football: মাথায় দু’টি সেলাই নিয়েও পুরো ম্যাচ খেললেন বাংলার মনোতোষ, মুগ্ধ কোচ

ম্যাচে নজর কেড়ে নিয়েছেন বাংলার অধিনায়ক মনোতোষ চাকলাদার। মাথা ফেটে দু’টি সেলাই হওয়ার পরেও পুরো সময় খেলেছেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২২ ১৭:৪৭
Share:

মাথা ফাটল মনোতোষের নিজস্ব চিত্র

কঠিন প্রতিপক্ষ হলেও প্রথম ম্যাচে পঞ্জাবকে হারিয়ে দিয়েছে বাংলা। শুভম ভৌমিকের একমাত্র গোলে এসেছে জয়। তবে ম্যাচে নজর কেড়ে নিয়েছেন বাংলার অধিনায়ক মনোতোষ চাকলাদার। মাথা ফেটে দু’টি সেলাই হওয়ার পরেও পুরো সময় খেলেছেন তিনি।

পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে বিপক্ষের ফুটবলারের কনুইয়ে আঘাত লেগে মাথা ফেটে যায় মনোতোষের। মাঠের ধারেই শুশ্রূষা হয় তাঁর। দু’টি সেলাই পড়ে। মাথায় মোটা করে ব্যান্ডেজও বাধা হয়। কিন্তু তা সত্ত্বেও খেলা চালিয়ে যান তিনি। সতীর্থরাও মনোতোষের সাহসে মুগ্ধ। তবে পরের ম্যাচ যে হেতু সোমবারই, তাই সেই ম্যাচে তিনি খেলবেন কিনা এখনই বলা যাচ্ছে না।

Advertisement

বাংলার কোচ রঞ্জন ভট্টাচার্য আনন্দবাজার অনলাইনকে বলেছেন, “মনোতোষের সাহসে আমরা মুগ্ধ। ওর পরিবর্ত ফুটবলারও আমি তৈরি রেখেছিলাম। তবু এক বার ওকে জিজ্ঞাসা করি মাঠে নামতে পারবে কিনা। সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে বলে দেয় ও খেলবে। তাই ওকে খেলিয়েছি।”

ম্যাচ নিয়ে রঞ্জন বলেছেন, “প্রথম ম্যাচ যে কোনও দলের কাছেই কঠিন। তার উপর প্রতিপক্ষ পঞ্জাবের মতো কঠিন দল। ওরা গত বারের রানার্স। ছেলেদের বলেছিলাম, পঞ্জাব লম্বা পাসে খেলে অভ্যস্ত। শারীরিক দিক থেকেও এগিয়ে। তাই মাটিতে বল রেখে খেলতে বলেছিলাম। সেটা ওরা ভালই করেছে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement