santosh trophy

Bengal football: শক্তিশালী পঞ্জাবকে হারিয়ে সন্তোষ ট্রফি অভিযান শুরু বাংলার

কেরলের গরম নিয়ে চিন্তায় ছিলেন বাংলার কোচ। সকাল সাড়ে ন’টায় খেলা হলেও গরমকে উপেক্ষা করে জয় ছিনিয়ে নিলেন প্রিয়ন্ত সিংহ, মনোতোষ চাকলাদাররা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২২ ১২:০০
Share:

—ফাইল চিত্র

জয় দিয়ে সন্তোষ ট্রফি অভিযান শুরু করল বাংলা। প্রথম ম্যাচে শক্তিশালী পঞ্জাবকে ১-০ গোলে হারাল কোচ রঞ্জন ভট্টাচার্যের ছেলেরা। ম্যাচের একমাত্র গোলটি করেছেন শুভম ভৌমিক।

কেরলের গরম নিয়ে চিন্তায় ছিলেন বাংলার কোচ। সকাল সাড়ে ন’টায় খেলা হলেও সেই গরমকে উপেক্ষা করেই প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নিলেন প্রিয়ন্ত সিংহ, মনোতোষ চাকলাদাররা। উল্লেখ্য সন্তোষ ট্রফিতে সবচেয়ে বেশি বার চ্যাম্পিয়ন হয়েছে বাংলা (৩২)। যদিও ট্রফি জিতেছে বছর পাঁচেক আগে।

Advertisement

বাংলার ফুটবলারদের খেলার এ দিন মন জয় করেছে। বিশেষত অধিনায়ক মনোতোষ চাকলাদার দু’টি সেলাই নিয়েও যে ভাবে পুরো সময় খেলেছে তাতে মুগ্ধ সতীর্থ এবং কোচ। সকালে খেলা বলে বাংলাকে সে ভাবে গরমের মুখোমুখি হতে হয়নি। ছেলেদের খেলায় খুশি কোচ রঞ্জন ভট্টাচার্যও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement