Bengal Football

Bengal Football: সোমবার সন্তোষ ট্রফির ফাইনাল, ট্রফি ছাড়া আর কিছু ভাবছে না বাংলা

মণিপুরকে সহজেই হারিয়ে সন্তোষ ট্রফির ফাইনালে উঠে গিয়েছে বাংলা। সোমবার মঞ্জেরি স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ কেরল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মে ২০২২ ২০:৪৪
Share:

রবিবার অনুশীলনে বাংলা। নিজস্ব চিত্র

মণিপুরকে সহজেই হারিয়ে সন্তোষ ট্রফির ফাইনালে উঠে গিয়েছে বাংলা। সোমবার মঞ্জেরি স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ কেরল। গোটা প্রতিযোগিতায় এক মাত্র কেরলের কাছেই হেরেছিল বাংলা। ফাইনালে সেই দলকেই পেয়ে প্রতিশোধ নেওয়ার জন্য মুখিয়ে রয়েছে গোটা শিবির। কেরলের জনসমর্থন বা মানসিক চাপ একেবারেই পাত্তা দিতে রাজি নয় বাংলা। তাদের লক্ষ্য সুযোগ কাজে লাগিয়ে গোল করে ট্রফি ঘরে তোলা।

রবিবার বিকেলে জোরদার প্রস্তুতি সারল গোটা দল। ধারেভারে বাকি দলগুলির থেকে কেরল এগিয়ে। তাদের বিশেষ কিছু ফুটবলারও বিপদে ফেলতে পারেন বাংলাকে। তাঁদের নিয়ে চলল আলাদা পরিকল্পনা এবং অনুশীলন। ফাইনালের আগে কোনও ভাবেই চাপে থাকতে চাইছে না বাংলা।

Advertisement

কোচ রঞ্জন ভট্টাচার্য সাংবাদিক বৈঠকে বলেছেন, “ফুটবল ম্যাচে চাপ থাকবেই। সন্তোষ ট্রফির ফাইনাল খেলা তো সহজ কথা নয়। তবে এতগুলি ম্যাচ হয়ে গিয়েছে। ঠাসা দর্শকের সামনে আমার ফুটবলাররা এতগুলো ম্যাচ খেলে ফেলেছে। তাই সেই চাপ এখন আর নেই। ফাইনাল সম্পূর্ণ অন্য ম্যাচ। আর কোনও ম্যাচের সঙ্গেই এর তুলনা হবে না। এটুকু বলতে পারি, বাংলা ফাইনালে যথেষ্ট ভাল ফুটবল খেলবে। সুযোগ কাজে লাগাতে পারলে না জেতার কোনও কারণ নেই।”

বিপক্ষের ফুটবলার জেসিন টিকে সেমিফাইনালে পাঁচ গোল করেছেন। ভাল খেলছেন অধিনায়ক জিজো জোসেফও। তাঁদের নিয়ে রঞ্জন বলেছেন, “আমাদের ফারদিন আলি, মহীতোষরাও স্বপ্নের ছন্দে রয়েছে। আমি চাই ওরাও আমাদের নিয়ে ভাবুক। আমাদের নির্দিষ্ট কিছু পরিকল্পনা রয়েছে। সেখানেই ওরা আটকে যাবে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement