La Liga 2024-25

লেয়নডস্কির জোড়া গোল, বার্সেলোনার রেকর্ড ছোঁয়া হল না মাদ্রিদের, লিগে ৪২ ম্যাচ পর হার

শনিবার জিতলে বা ড্র করলে বার্সেলোনার ৪৩ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ছুঁয়ে ফেলতে পারত তারা। কিন্তু বার্সেলোনার বিরুদ্ধেই ৪ গোলে হারতে হল মাদ্রিদকে। শুধু এল ক্লাসিকোয় হার নয়, রেকর্ডও হাতছাড়া হল তাদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৪ ১০:৪৩
Share:

রবার্ট লেয়নডস্কি। ছবি: পিটিআই।

লা লিগায় টানা ৪২টি ম্যাচ অপরাজিত ছিল রিয়াল মাদ্রিদ। শনিবার জিতলে বা ড্র করলে বার্সেলোনার ৪৩ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ছুঁয়ে ফেলতে পারত তারা। কিন্তু বার্সেলোনার বিরুদ্ধেই ৪ গোলে হারতে হল মাদ্রিদকে। শুধু এল ক্লাসিকোয় হার নয়, রেকর্ডও হাতছাড়া হল তাদের।

Advertisement

শনিবার রাতে ৩১ মিনিটের মাথায় জালে বল জড়িয়ে দিয়েছিলেন রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপে। ভেবেছিলেন এল ক্লাসিকোয় প্রথম গোলটি করে ফেলেছেন। উৎসবে মেতে উঠেছিলেন মাদ্রিদের সমর্থকেরা। কিন্তু সেই আনন্দ খুব বেশি ক্ষণ স্থায়ী হয়নি। কারণ ভারের মাধ্যমে দেখা যায় এমবাপে অফসাইড ছিলেন। ফলে গোলটি বাতিল হয়। প্রথমার্ধ গোলশূন্য ভাবেই শেষ হয়।

দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদকে দাঁড়াতেই দেননি বার্সেলোনার ফুটবলারেরা। ৫৪ মিনিটে গোল করেন রবার্ট লেয়নডস্কি। মাদ্রিদের রক্ষণভাগের মাঝে ফাঁক তৈরি হয়েছিল। ২১ বছরের মার্ক কাসাডো সেই ফাঁকটা কাজে লাগিয়ে লেয়নডস্কিকে একটু থ্রু বাড়ান। ১৮ গজের মাথায় সেই বল ধরে গোল করতে ভুল করেননি অভিজ্ঞ স্ট্রাইকার। দু’মিনিটের পর আবার গোল। আবার সেই লেয়নডস্কি। রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ তখন নিস্তব্ধ। আলেয়ান্দ্রো বালদের ক্রস আসে পেনাল্টি বক্স লক্ষ্য করে। হেডে গোল করেন লেয়নডস্কি। মাদ্রিদের গোলরক্ষক লুনিন সুযোগই পেলেন না আটকানোর।

Advertisement

মাদ্রিদের কোচ অ্যান্সেলেত্তি আর দেরি করেননি লুকা মদ্রিচকে নামাতে। কিন্তু তাতে লাভ হয়নি। ৬৬ মিনিটে এমবাপের আরও একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। ৭৭ মিনিটে তরুণ লামিনে ইয়ামাল গোল করেন। বার্সেলোনা ৩-০ গোলে এগিয়ে যায়। ৮৪ মিনিটে ব্যবধান বৃদ্ধি করেন রাফিনহা। মাদ্রিদের রক্ষণকে গতিতে পরাস্ত করেন তিনি। যদিও তত ক্ষণে মাদ্রিদ ম্যাচ জেতার হাল ছেড়ে দিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement