barcelona

Barcelona: শেষ মুহূর্তে কোনও মতে জয় বার্সেলোনার, দলের খেলায় খুশি নন জাভি

লিগের ১৪তম ম্যাচে এসে অবশেষে অ্যাওয়ে ম্যাচে জয় পেল বার্সেলোনা। শনিবার ভিয়ারিয়ালকে ৩-১ ব্যবধানে হারাল তারা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২১ ১৬:০৭
Share:

গোলের পর দেপাই। ছবি রয়টার্স

লিগের ১৪তম ম্যাচে এসে অবশেষে ঘরের বাইরে জয় পেল বার্সেলোনা। শনিবার ভিয়ারিয়ালকে ৩-১ ব্যবধানে হারাল তারা। তবে এই ম্যাচেও বার্সেলোনাকে জিততে হল কষ্ট করে। শেষ দিকে পরপর দু’টি গোল লিয়ো মেসির প্রাক্তন ক্লাবের জয় নিশ্চিত করে।

Advertisement

শনিবার এস্তাদিয়ো দে লা সেরামিকায় বার্সেলোনাকে এগিয়ে দিয়েছিলেন ফ্রেঙ্কি দি জং। তবে ভিয়ারিয়ালের স্যামুয়েল চুকুয়ুজে সমতা ফেরান। এরপর ৮৮ মিনিট পর্যন্ত কোনও গোল হয়নি। একসময় মনে হচ্ছিল এক পয়েন্ট নিয়েই ফিরতে হবে জাভির দলকে। কিন্তু মেম্ফিস দেপাইয়ের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে বার্সেলোনার জয় নিশ্চিত করেন ফিলিপে কুটিনহো।

ম্যাচের পর হতাশা ঝরে পড়েছে কোচ জাভির গলায়। বলেছেন, “এই ম্যাচে আমরা একেবারেই শাসন করতে পারিনি। কিন্তু তা-ও জিতেছি। মঙ্গলবার আমাদের জেতা উচিত ছিল। কিন্তু ড্র করেছিলাম। আজ ড্র করতে পারতাম, কিন্তু জিতে গিয়েছি। এই জয় দলের আত্মবিশ্বাস বাড়ালেও আরও উন্নতি করতে হবে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement