Madrid derby

‘ঘরের ছেলে’র হাতেই বিধ্বস্ত রিয়াল, মাদ্রিদ ডার্বিতে জয় আতলেতিকোর

রিয়াল মাদ্রিদে দীর্ঘ সময় খেলেছেন তিনি। জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা। সেই ফুটবলারই জোড়া গোল করে হারিয়ে দিলেন প্রাক্তন ক্লাবকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১৫:২৪
Share:

গোলের পর মোরাতা। ছবি: রয়টার্স।

দু’দফায় প্রায় ছয় বছর রিয়াল মাদ্রিদে খেলেছেন তিনি। সাফল্যও নেহাত কম নয়। জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা। এক সময় তিনি ছিলেন ‘ঘরের ছেলে’। সেই আলভারো মোরাতাই রবিবার রাতে রিয়াল মাদ্রিদের দুঃস্বপ্ন হয়ে দাঁড়ালেন। মাদ্রিদ ডার্বিতে চিরশত্রু আতলেতিকোর কাছে ১-৩ হারল রিয়াল। এখন আতলেতিকোর হয়ে খেলা মোরাতা দু’টি গোল করলেন। একটি গোল আঁতোয়া গ্রিজম্যানের। রিয়ালের হয়ে একমাত্র গোল টনি ক্রুজের।

Advertisement

খেলার শুরুতেই এগিয়ে যায় রিয়াল। স্যামুয়েল লিনোর ক্রস থেকে হেড করে গোল করেন মোরাতা। ১৮ মিনিটে দ্বিতীয় গোল করে আতলেতিকো। এ বার সাউল নিগুয়েজ়ের পাস থেকে হেডে গোল গ্রিজম্যানের। ৩৫ মিনিটে একটি গোল শোধ করে রিয়াল। বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল ক্রুজের। কিন্তু বিরতির ঠিক পরেই আবার গোল করেন মোরাতা। এ বার তাঁকে পাস দেন সাউল।

এর আগে লা লিগায় পাঁচটি ম্যাচেই জিতেছিল রিয়াল। সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে ইউনিয়ন বার্লিন মিলিয়ে টানা ছ’টি ম্যাচ জিতে খেলতে নেমেছিল। সেই জয়রথ ধাক্কা খেল। ছয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে বার্সেলোনা এবং জিরোনা। এক পয়েন্ট পিছনে দ্বিতীয় স্থানে রিয়াল। আতলেতিকো ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement