মোহনবাগান ক্লাব। ফাইল চিত্র
২৪ ঘণ্টা আগেই ইমামি ইস্টবেঙ্গলের হয়ে খেলেছিলেন। ২৪ ঘণ্টা পরে তিনি হয়ে গেলেন এটিকে মোহনবাগানের ফুটবলার। ডুরান্ড কাপে খেলতে নামার আগে গোলকিপার দেবনাথ মণ্ডলকে সই করাল সবুজ-মেরুন শিবির।
মঙ্গলবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলেছিল ইমামি ইস্টবেঙ্গল। সেই ম্যাচে লাল-হলুদের গোলের নীচে দাঁড়িয়েছিলেন দেবনাথ। অনবদ্য খেলেছিলেন তিনি। দেবনাথ না থাকলে ম্যাচটা হেরে যেতে পারত লাল-হলুদ। ঝাঁপিয়ে পড়ে দু’-তিনটি অবধারিত গোল বাঁচিয়েছিলেন দেবনাথ।
ইমামি ইস্টবেঙ্গলের হয়ে খেললেও তিনি ক্লাবের চুক্তিবদ্ধ ফুটবলার ছিলেন না। লাল-হলুদ সূত্রে খবর, ট্রায়ালে ডাকা হয়েছিল দেবনাথকে। তখন পছন্দ হওয়ায় প্রস্তুতি ম্যাচে সুযোগ পান তিনি। ডায়মন্ড হারবারের বিরুদ্ধে গোল বাঁচালেও দেবনাথের খেলা খুব একটা পছন্দ হয়নি ইমামি ইস্টবেঙ্গলের কোচ স্টিভন কনস্টানটাইনের। তাই হয়তো তাঁকে নিতে আগ্রহ দেখায়নি লাল-হলুদ।
এই মরসুমে এটিকে মোহনবাগান দলে চার জন ফুটবলার রয়েছেন। অমরিন্দর সিংহ, অর্শ আনোয়ার ও অভিলাষ পাল গত মরসুমেই ছিলেন। এ বার বিশাল কাইথকে সই করিয়েছে তারা। পঞ্চম গোলকিপার হিসাবে দলে ঢুকলেন দেবনাথ।