FIFA Womens World Cup

মেয়েদের বিশ্বকাপে জয় অধরাই আর্জেন্টিনার, জিতল ইংল্যান্ড, চিন

মেয়েদের বিশ্বকাপে এখনও জিততে পারল না আর্জেন্টিনা। মেসির দেশের মহিলা ফুটবলারেরা শুক্রবার আটকে গেলেন দক্ষিণ আফ্রিকার কাছে। অন্য দুটি ম্যাচে জিতেছে ইংল্যান্ড ও চিন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৩ ২১:০২
Share:

গোলের পর উচ্ছ্বাস আর্জেন্টিনার ফুটবলারদের, তবে জয় এল না। ছবি: রয়টার্স।

মেয়েদের বিশ্বকাপে প্রথম জয় এখনও অধরাই আর্জেন্টিনার। লিয়োনেল মেসির দেশের মহিলা ফুটবলারেরা শুক্রবার আটকে গেলেন দক্ষিণ আফ্রিকার কাছে। ম্যাচের ফল ২-২। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে দু’টি গোল শোধ না দিলে আর্জেন্টিনাকে আবার হারতে হত। অন্য ম্যাচে, ইংল্যান্ড ১-০ গোলে হারিয়েছে ডেনমার্ককে। চিন একই ব্যবধানে জিতেছে হাইতির বিরুদ্ধে।

Advertisement

প্রথমার্ধে এক গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। ৩০ মিনিটে গোল করেন দক্ষিণ আফ্রিকার লিন্ডা মোথালো। থেম্বি কেগাতলানার পাস থেকে গোল করেন তিনি। আর্জেন্টিনার ফুটবলাররা ভেবেছিলেন লিন্ডা অফসাইড। তাই হঠাৎই তাঁরা থেমে গিয়েছিলেন। কিন্তু রেফারি গোলের ইঙ্গিত করেন। দ্বিতীয়ার্ধে কেগাতলানা নিজেই একটি গোল করেন।

তবে পাঁচ মিনিটের ব্যবধানে দু’টি গোলই শোধ করে দেয় আর্জেন্টিনা। ৭৪ মিনিটে গোল করেন সোফিয়া ব্রাউন। ৭৯ মিনিটে সমতা ফেরান রোমিনা নুনেজ়। বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল দক্ষিণ আফ্রিকা। বুধবার গ্রুপে শেষ ম্যাচে সুইডেনের বিরুদ্ধে খেলবে আর্জেন্টিনা। পরের পর্বে যেতে গেলে সেই ম্যাচে তো জিততে হবেই, তাকিয়ে থাকতে হবে বাকিদের দিকেও।

Advertisement

ডেনমার্কের বিরুদ্ধে জয়ে ইংল্যান্ডের হয়ে গোল করলেন লরেন জেমস। তিনি ইংল্যান্ড পুরুষ দলের ফুটবলার রিকি জেমসের বোন। দু’জনেই খেলেন চেলসির হয়ে। পরিবর্ত হিসাবে নামার ছ’মিনিটের মধ্যে গোল করেন লরেন। তবে সেই গোল শোধ করে দিতে পারতেন আমালি ভ্যান্সগার্ড। কিন্তু তাঁর প্রচেষ্টা পোস্টে লেগে ফেরে। এই নিয়ে টানা ১৫টি ম্যাচে গোল করল ইংল্যান্ডের মহিলা দল। ছুঁল নরওয়ের নজির।

দিনের শেষ ম্যাচে চিন ১-০ হারিয়েছে হাইতিকে। এক ঘণ্টারও বেশি সময় দশ জনে খেলেও জিতেছে চিন। ৭৪ মিনিটে ম্যাচের একমাত্র গোল ওয়াং শুয়াংয়ের। সতীর্থ ঝ্যাং লিনিয়ানকে বক্সের মধ্যে ফাউল করা হয়। পেনাল্টি থেকে গোল শুয়াংয়ের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement