Lionel Messi

আর্জেন্টিনার ম্যাচে ফতোয়া, মেসির জার্সি পরে ঢোকা যাবে না স্টেডিয়ামে!

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে আর্জেন্টিনার বিরুদ্ধে খেলা প্যারাগুয়ের। সেই ম্যাচে আর্জেন্টিনার জার্সি পরা নিয়ে নিষেধাজ্ঞা জারি হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ১৭:৫৩
Share:

গ্যালারিতে মেসির জার্সি। প্যারাগুয়ের স্টেডিয়ামে কি এই দৃশ্য দেখা যাবে? —ফাইল চিত্র।

নিজেদের দেশের সমর্থকদের জন্য নির্দেশিকা জারি করেছে প্যারাগুয়ে ফুটবল সংস্থা। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে আর্জেন্টিনার বিরুদ্ধে খেলা প্যারাগুয়ের। সেই ম্যাচে আর্জেন্টিনার জার্সি পরা নিয়ে নিষেধাজ্ঞা জারি হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে, প্যারাগুয়ের কোনও সমর্থক মাঠে আর্জেন্টিনার জার্সি পরতে পারবেন না। তার পরেও প্যারাগুয়ের সমর্থকেরা লিয়োনেল মেসির জার্সি পরবেন, এমনটাই বিশ্বাস আর্জেন্টিনার কোচ লিয়েনেল স্কালোনির।

Advertisement

প্যারাগুয়ের কোচ ফের্নান্দো ভিলাসবোয়া দলীয় সমর্থকদের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, “আমাদের সমর্থকেরা অন্য দলের জার্সি পরতে পারবেন না। মেসির সঙ্গে আমাদের কোনও সমস্যা নেই। আমরা সব ফুটবলারকে সম্মান করি। কিন্তু আমাদের মাঠে আমাদের দলের সম্মান সকলের আগে। তাই আমাদের সমর্থকদের শুধু প্যারাগুয়ের জার্সিই পরতে হবে। কেউ এই নিয়ম ভাঙলে ব্যবস্থা নেওয়া হবে।”

স্কালোনি মনে করেন, মেসির মতো ফুটবলারের সমর্থক বিশ্ব জুড়ে রয়েছেন। তাই সব দেশেই তাঁর জার্সি দেখা যায়। প্যারাগুয়েতেও দেখা যাবে। তিনি বলেন, “প্যারাগুয়ের সমর্থকেরা নিজেদের দেশের জার্সি পরবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু মেসির প্রভাব অন্য রকম। মেসির জার্সি পরা মানে এই নয় যে তাঁরা আর্জেন্টিনার সমর্থক। তাঁরা প্যারাগুয়েরই সমর্থক। কিন্তু পাশাপাশি হয়তো মেসিকেও ভালবাসেন।”

Advertisement

১৫ নভেম্বর প্যারাগুয়ের বিরুদ্ধে খেলার পর ১৯ নভেম্বর দেশের মাটিতে পেরুর বিরুদ্ধে খেলবে আর্জেন্টিনা। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে এখন ২২ পয়েন্ট নিয়ে সকলের শীর্ষে রয়েছেন মেসিরা। দ্বিতীয় স্থানে কলম্বিয়া। আর্জেন্টিনার থেকে ৩ পয়েন্ট পিছিয়ে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement