Cristiano Ronaldo

আবু ধাবিতে অনুষ্ঠান শেষে রোনাল্ডোর ‘সিউ’ উচ্ছ্বাস! সিআর সেভেনকে সম্মান আমেরিকার র‌্যাপারের

রোনাল্ডো-ভক্ত এমিনেম সম্মান প্রদর্শন করেছেন তাঁর প্রিয় ফুটবলারের প্রতি। পর্তুগাল অধিনায়কেরও অন্যতম প্রিয় গায়ক আমেরিকার র‌্যাপার। এমিনেমকে তিনিও নকল করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ১৭:৪৫
Share:

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। —ফাইল চিত্র।

আবু ধাবিতে অনুষ্ঠান করতে এসে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সম্মান জানালেন আমেরিকার র‌্যাপার এমিনেম। গোল করার পর সিআর সেভেনকে যে ভাবে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়, মঞ্চে সে ভাবে লাফালেন রোনাল্ডো-ভক্ত শিল্পী।

Advertisement

রোনাল্ডোকে অনুকরণ করার চেষ্টা করেন তাঁর অনেক ভক্ত। সেই তালিকায় যোগ হল আমেরিকার র‌্যাপারের নাম। পর্তুগাল অধিনায়কের ‘সিউ’ উচ্ছ্বাস বেশ জনপ্রিয়। গোল করার পর গ্যালারির দিকে ছুটে গিয়ে দু’হাত আড়াআড়ি ভাবে উপরে তুলে এবং লাফিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন রোনাল্ডো। আবু ধাবিতে অনুষ্ঠান শেষ করার পর এমিনেম ঠিক সে ভাবেই লাফ দিলেন মঞ্চে। তা দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শকেরাও। রোনাল্ডো-ভক্ত এমিনেম এ ভাবেই সম্মান প্রদর্শন করেছেন তাঁর প্রিয় ফুটবলারের প্রতি। যা ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

এমিনেম যেমন রোনাল্ডোর ভক্ত, তেমন সিআর সেভেনেরও অন্যতম প্রিয় গায়ক আমেরিকার র‌্যাপার। সময় পেলে এমিনেমের গান শোনার কথা একাধিক বার জানিয়েছেন তিনি। অনুষ্ঠানের সময় তিনি মঞ্চে সাধারণত যে ভাবে লাফান, রোনাল্ডোও মাঠে অনেক সময় সে ভাবে লাফান।

Advertisement

মঙ্গলবার আবু ধাবিতে ৪০ হাজার মানুষের সামনে অনুষ্ঠান করেছেন এমিনেম। আগের দিনই তাঁর মাতৃবিয়োগ হয়েছে। তবু অনেক আগে সব কিছু চূড়ান্ত হয়ে যাওয়ায় অনুষ্ঠান বাতিল করেননি এমিনেম। অন্য দিকে, রোনাল্ডো এখন খেলেন সৌদি আরবের ক্লাব আল নাসেরে। সেই সূত্রে পশ্চিম এশিয়ায় যথেষ্ট জনপ্রিয় রোনাল্ডো।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement