ISL 2023-24

৩২ সেকেন্ডে জালে বল! লাল-হলুদের দ্রুততম, আইএসএলের ইতিহাসে কত নম্বরে রইল বিষ্ণুর গোল?

৩২ সেকেন্ডের মধ্যে গোল করে ওড়িশা এফসি-র বিরুদ্ধে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। পিভি বিষ্ণুর সেই গোল ইতিহাস তৈরি করল ইস্টবেঙ্গলে। এটাই আইএসএলে লাল-হলুদের দ্রুততম গোল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ২১:১০
Share:

পিভি বিষ্ণু। —ফাইল চিত্র।

খেলা শুরু হতেই গোল। তত ক্ষণে দর্শকেরা কলিঙ্গ স্টেডিয়ামে ঠিক করে বসার জায়গাও নিতে পারেননি। ৩২ সেকেন্ডের মধ্যে গোল করে ওড়িশা এফসি-র বিরুদ্ধে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। পিভি বিষ্ণুর সেই গোল ইতিহাস তৈরি করল ইস্টবেঙ্গলে। এটাই আইএসএলে লাল-হলুদের দ্রুততম গোল। তবে আইএসএলের দ্রুততম গোলের তালিকায় রইল এটিকে মোহনবাগানের হয়ে ডেভিড উইলিয়ামসের করা গোলটিই।

Advertisement

আইএসএলের দ্রুততম গোলের তালিকা

ডেভিড উইলিয়ামস (১২ সেকেন্ড): হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে এটিকে মোহনবাগানের হয়ে ১২ সেকেন্ডের মাথায় গোল করেছিলেন উইলিয়ামস। সেটাই আইএসএলের ইতিহাসে দ্রুততম গোল। ২০২১-২২ সালে গোলটি করেছিলেন উইলিয়ামস।

Advertisement

জেরি মোহমিংথঙ্গা (২৫ সেকেন্ড): ২০১৮ সালে জামশেদপুর এফসি-র হয়ে গোলে করেছিলেন জেরি। তখন তাঁর মাত্র ২০ বছর বয়স। কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে গোল করেছিলেন তিনি। তাঁর সেই রেকর্ড ভেঙেছিলেন উইলিয়ামস।

ক্লেটন সিলভা (২৫ সেকেন্ড): সেই সময় সিলভা ছিলেন বেঙ্গালুরু এফসি-তে। সুনীল ছেত্রীর দলের হয়ে ২৫ সেকেন্ডে গোল করেছিলেন তিনি। গোলের পাসটি বাড়িয়েছিলেন উদান্তা সিংহ। মুম্বই সিটির বিরুদ্ধে গোল করেছিলেন সিলভা।

ক্রিস ডাগনল (২৯ সেকেন্ড): কেরলের হয়ে গোল করেছিলেন ডাগনল। ২০১৫ সালে নর্থইস্টের বিরুদ্ধে করেছিলেন তিনি। ইংল্যান্ডের ফুটবলার খেলা শুরুর ২৯ মিনিটের মধ্যে গোল করে দেন। ৪-১ গোলে ম্যাচ জিতেছিল কেরল। ডাগনল ওই ম্যাচে আরও একটি গোল করেছিলেন।

পিভি বিষ্ণু (৩২ সেকেন্ড): বৃহস্পতিবার ৩২ সেকেন্ডে গোল করেন ইস্টবেঙ্গলের বিষ্ণু। তাঁর গোলটি আইএসএলের ইতিহাসে পঞ্চম স্থানে রয়েছে। ওড়িশার বিরুদ্ধে শুরুতেই বিষ্ণুর গোলে এগিয়ে যায় লাল-হলুদ। পরে যদিও সেই গোল শোধ হয়ে যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement