2022 Qatar World Cup

মেসিদের স্বাগত জানাতে তৈরি প্রবাসী ভারতীয়রা

কাতারে মেসিদের স্বাগত জানাতে শুরু হয়ে গিয়েছে জোরদার প্রস্তুতি। প্রায় পাঁচ হাজার আর্জেন্টিনা নাগরিক কর্মসূত্রে বাস করেন কাতারে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২২ ০৮:২২
Share:

আগামী সপ্তাহে জাতীয় শিবিরে পা রাখবেন লিয়োনেল মেসি। ফাইল চিত্র।

মিশন কাতার শুরু হয়ে গেল আর্জেন্টিনার। আজ, মঙ্গলবার কোচ লিয়োনেল স্কালোনি তাঁর দলের সহকারীদের নিয়ে পৌঁছে যাবেন দোহায়। তবে দলের তারকারা এই মুহূর্তে দলের সঙ্গে যোগ দিচ্ছেন না। আগামী সপ্তাহে জাতীয় শিবিরে পা রাখবেন লিয়োনেল মেসি, লাওতারো মার্তিনেসের মতো তারকারা।

Advertisement

দেশের সংবাদমাধ্যমের সঙ্গে কথাপ্রসঙ্গে স্কালোনি বলেছেন, “কাতারের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে একটু হাতে সময় নিয়েই যেতে হচ্ছে। ফুটবলারদেরও মাঠ এবং আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে।” তবে স্কালোনিকে স্বস্তি দিয়েছে, চোট সারিয়ে অ্যাঙ্খেল দি মারিয়া আবার জুভেন্টাসের হয়ে মাঠে নামায়। তিনি বলেছেন, “হাতে সময় বেশি নেই বলে ফুটবলারদের পক্ষেও চোট সারিয়ে ওঠার সুযোগ কমে গিয়েছে। সে দিক থেকে দি মারিয়া আবার ক্লাব ফুটবলে নেমে পড়ায় আমার চিন্তা অনেকটাই কমে গিয়েছে।” দোহা বিশ্ববিদ্যালয়ে অনুশীলনের পরে আর্জেন্টিনা দল উড়ে যাবে আবু ধাবিতে। সেখানে প্রস্তুতি ম্যাচ রয়েছে তাদের।

এ দিকে, কাতারে মেসিদের স্বাগত জানাতে শুরু হয়ে গিয়েছে জোরদার প্রস্তুতি। প্রায় পাঁচ হাজার আর্জেন্টিনা নাগরিক কর্মসূত্রে বাস করেন কাতারে। বিশ্বকাপ উপলক্ষে তাঁরা তৈরি করেছিলেন আর্জেন্টিনা ফ্যানস কাতার গ্রুপ। চলতি বছরের জুন মাসে এই সংস্থা তৈরি করা হয়েছে এবং তখন থেকে প্রিয় ফুটবলারদের স্বাগত জানানোর কাজ শুরু হয়েছে। ক্রমশ বেড়েছে এই ফ্যান ক্লাবের সদস্য সংখ্যা। সেই তালিরকায় রয়েছে ভারত, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং জ়িম্বাবোয়ের মানুষও, যাঁরে পেশাগত কারণে এখন রয়েছেন কাতারে। বিশ্বকাপ আয়োজক কমিটির পক্ষ থেকে এই ফ্যান ক্লাবকে সমস্ত ম্যাচে স্টেডিয়ামের গ্যালারিতে এবং মিক্সড জ়োনে উৎসব করার অনুমতি দেওয়া হয়েছে।

Advertisement

সোমবার আর্জেন্টিনার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মহম্মদ সুহেল আলি জানান, প্রিয় নায়ক মেসি-সহ গোটা আর্জেন্টিনা দলকে স্বাগত জানানোর কাজ চলছে পুরোদমে। ভারতের নাগরিক এবং পেশায় ইঞ্জিনিয়ার সুহেল গত পাঁচ বছর ধরে কাতারে রয়েছেন। তিনি বলেছেন, “এটাই মেসির শেষ বিশ্বকাপ হতে চলেছে। ফলে প্রত্যেকটি মুহূর্তকে স্মরণীয় করে রাখতে চাই আমরা। গত পাঁচ মাস ধরে নানা ধরনের অনুষ্ঠান আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। এটুকু বলতে পারি, কাতারে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের সদস্যদের ভালবাসা লিয়ো কখনও ভুলতে পারবেন না।” যোগ করেছেন, “এই ফ্যান ক্লাবে প্রবাসী ভারতীয়দের সংখ্যা এখন সবচেয়ে বেশি। সংখ্যাটা প্রায় পনেরো হাজার ছাড়ি গিয়েছে। ভারতের মানুষের বরাবর ব্রাজিল এবং আর্জেন্টিনার প্রতি বিশেষ আবেগ এবং ভালবাসা রয়েছে। আমরা অধীর আগ্রহে মেসিদের এখানে আসার অপেক্ষায় রয়েছি।”

ফ্যান ক্লাবের পক্ষ থেকে ঠিক হয়েছে, আর্জেন্টিনা দল যে হোটেলে থাকবে, তার বাইরে বিশাল একটি কাট-আউট লাগানো হবে দিয়েগো মারাদোনার। সুহেলের কথায়, “ওঁকে বাদ দিয়ে আর্জেন্টিনার কথা ভাবাই যায় না। আমরা চাই, কিংবদন্তির কাট-আউট দেখে মেসিরা বিশ্বকাপ জয়ের শপথ নিন। এই বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসন এবং আয়োজক কমিটিও অনুমতি দিয়েছে আমাদের।”

বিশ্বকাপ-মঞ্চে তিনি প্রতিপক্ষ শিবিরের জার্সি পরলেও মেসিকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বার্সেলোনার নতুন তারকা পেদ্রি। এ বারের স্পেন দলের অন্যতম সেরা আকর্ষণ বলেছেন, “এটাই সেরা বিশ্বকাপ হতে চলেছে লিয়োর। ফলে তা জিততে মাঠে নিজেকে উজাড় করে দিতে কসুর করবেন না মেসি। আমি মনে করি, মেসির মতো কিংবদন্তির জন্যই এ বারের বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার হয়ে উঠেছে আর্জেন্টিনা।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement