Sailen Manna

পি কে, চুনী, মান্নার নামে ফুটবল প্রতিযোগিতা হবে বেহালায়

বেহালার পর্ণশ্রীতে গভর্নমেন্ট কোয়ার্টার খেলার মাঠে এই প্রতিযোগিতা হবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২০ ২৩:৩৯
Share:

পি কে বন্দ্যোপাধ্যায়, শৈলেন মান্না ও চুনী গেস্বামী। ছবি সংগৃহীত।

তিন প্রখ্যাত ফুটবলার শৈলেন মান্না, পি কে বন্দ্যোপাধ্যায়ের নামে ফুটবল প্রতিযোগিতা আয়োজিত হতে চলেছে। এই প্রতিযোগিতার আয়োজন করছে পদ্মশ্রী শৈলেন মান্না নার্সারি ফুটবল আকাদেমি।

Advertisement

বেহালার পর্ণশ্রীতে গভর্নমেন্ট কোয়ার্টার খেলার মাঠে এই প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতা শুরু হবে ১৫ জানুয়ারি। ফাইনাল ১৭ জানুয়ারি।

প্রতিযোগিতার নাম রাখা হয়েছে ‘পদ্মশ্রী শৈলেন মান্না, চুনী গোস্বামী, পি কে ব্যানার্জি স্মৃতি সারা ভারত ফুটবল প্রতিযোগিতা ২০২১’। অনূর্ধ্ব ১৫ স্তরে হবে এই টুর্নামেন্ট। এবার এই টুর্নামেন্ট তৃতীয় বছরে পড়েছে।

Advertisement

শৈলেন মান্না প্রয়াত হন ২০১২ সালের ২৭ ফেব্রুয়ারি। এই বছর প্রয়াত হন চুনী গোস্বামী ও পি কে বন্দ্যোপাধ্যায়। পি কে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ২০ মার্চ, চুনী প্রয়াত হন ৩০ এপ্রিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement