মহামেডানের হয়ে গোল করা ফয়সাল আলি। ছবি মহামেডান স্পোর্টিং।
আই লিগের প্রথম ম্যাচে বিদেশি বিহীন সুদেভা এফসির বিরুদ্ধে ১-০ গোলে জয় পেল মহমেডান স্পোর্টিং। যুবভারতীতে ৫৮ মিনিটে গোল করেন ফয়সাল আলি। বল ধরে বাঁদিক থেকে ঢুকে এসে সুদেভা গোলরক্ষক রক্ষিত ডাগরকে বোকা বানিয়ে শট করেন ফয়সাল। সেই শট রক্ষিত বাঁচাতে ব্যর্থ হলে বল গোলে ঢোকে।
আই লিগের মতো বড় মঞ্চে প্রথম ম্যাচ খেলতে নেমেও বেশ ভাল ফুটবল উপহার দেয় সুদেভা। প্রথমার্ধে ডান দিক থেকে বারবার আক্রমণ করতে থাকেন প্রাক্তন মোহনবাগান মিডফিল্ডার কিন লুইস। তবে, কলকাতার দুই প্রধানের প্রাক্তন মিডফিল্ডার পিন্টু মাহাতো দাগ কাটতে ব্যর্থ হন।
তরুণ ফয়সাল আলি চমকে দেন সকলকে। দলে রাফায়েল ওডোইনের মতো বিদেশি স্ট্রাইকার থাকলেও বাঙালি এই মিডফিল্ডারই তিন পয়েন্ট এনে দিলেন মহমেডানকে। তাঁর গোলেই দিনের শেষে এই তিন পয়েন্ট আসায় খুব খুশি তরুণ এই ফুটবলার। ম্যাচের সেরাও হন ফয়সাল। মহমেডানের পরের ম্যাচ বৃহস্পতিবার। প্রতিপক্ষ চার্চিল ব্রাদার্স।
আরও পড়ুনঃ দরকারে মাঝমাঠে খেলতেও রাজি ব্রাইট এনোবাখারে
আরও পড়ুনঃ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামার আগে পুরনো দলের প্রতি কৃতজ্ঞতা জানালেন হরমনজ্যোত সিংহ খাবরা