এলএম টেন কি পুরনো ছন্দে খেলতে পারবেন? ছবি টুইটার থেকে নেওয়া।
গোড়ালির চোট সারিয়ে উঠেছেন লায়োনেল মেসি। রবিবার লা লিগায় হুয়েসকার বিরুদ্ধে ম্যাচে তিনি খেলবেন।
শেষ ম্যাচে অপ্রত্যাশিত ভাবে এইবারের কাছে আটকে গিয়েছিল বার্সেলোনা। মাঠের বাইরে বসে যা দেখতে হয়েছিল মেসিকে। কিন্তু, তিনি রবিবার ফিরতে চলেছেন।
বার্সার কোচ রোনাল্ড কোয়েম্যান বলেছেন, “মেসি ছন্দে আছে। ৩০ ও ৩১ ডিসেম্বর অনুশীলন করেছে যখন কি না সতীর্থরা ছুটিতে রয়েছে। ওর কোথাও কোনও সমস্যা হচ্ছে না। মাঠে ফিরতে তৈরি। খুশি মনেও রয়েছে। আর এটা আমাদের কাছে খুব জরুরি।”
আরও পড়ুন: কেরালাকে হারিয়ে তালিকার শীর্ষে উঠে এল মুম্বই
আরও পড়ুন: রয় কৃষ্ণর ফর্ম নিয়ে উদ্বেগে নেই হাবাস
বার্সার সঙ্গে মেসির চুক্তি আর ছয় মাসের। মেসি বলেছেন মরসুম শেষ না হওয়া পর্যন্ত তিনি নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন না। কোয়েম্যান বলেছেন, “চুক্তি শেষ হতে চলা সমস্ত ফুটবলারের মতো নিজের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা রয়েছে ওর। ও এখন সিদ্ধান্ত জানাচ্ছে বলে আমার কোনও সমস্যা নেই।”
এখন লিগ তালিকায় ছয়ে রয়েছে বার্সেলোনা। শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের থেকে ১০ পয়েন্ট পিছনে তারা।