ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামার আগে পুরনো দলের প্রতি কৃতজ্ঞতা জানালেন হরমনজ্যোত সিংহ খাবরা

কার্ড সমস্যায় এই ম্যাচে খেলতে না পারলেও আবেগ চেপে রাখতে পারলেন না বেঙ্গালুরু এফসি মিডফিল্ডার হরমনজ্যোত সিংহ খাবরা

Advertisement

নিজস্ব প্রতিনিধি

কলকাতা শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২১ ১৬:৩৭
Share:

ইস্টবেঙ্গলের প্রতি কৃতজ্ঞতা জানালেন হরমনজ্যোত সিংহ খাবরা। ছবি-ফেসবুক

শনিবার আইএসএলে এসসি ইস্টবেঙ্গলের মুখোমুখি হচ্ছে বেঙ্গালুরু এফসি। কার্ড সমস্যায় এই ম্যাচে খেলতে না পারলেও আবেগ চেপে রাখতে পারলেন না বেঙ্গালুরু এফসি মিডফিল্ডার হরমনজ্যোত সিংহ খাবরা। দীর্ঘদিন ইস্টবেঙ্গলের জার্সি গায়ে খেলা হরমনজ্যোত নিজের পুরোনো ক্লাবের বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে ছিলেন।
শেষবার ২০১৮ সালে সুপার কাপের ফাইনালে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বেঙ্গালুরুর হয়ে খেলেছিলেন তিনি। সেই ম্যাচে ৪-১ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বেঙ্গালুরু। তবে, ভারতের সর্বোচ্চ লিগে এ মরশুমেই প্রথম খেলার সুযোগ পেয়েছে এসসি ইস্টবেঙ্গল। তাই এবার রবি ফাওলারের দলের বিরুদ্ধে খেলতে চেয়েছিলেন খাবরা।

Advertisement

তাঁর ফুটবল কেরিয়ার গড়তে ইস্টবেঙ্গল যে দারুণ ভাবে সাহায্য করেছে তা জানিয়ে ম্যাচের আগে ফেসবুকে পোস্ট করেছেন এই সেন্ট্রাল মিডফিল্ডার। পোস্টে তিনি লেখেন, ‘‘ইস্টবেঙ্গল আমার হৃদয়ে থাকবে সারাজীবন। ফুটবলার হিসেবে আমার প্রতিষ্ঠিত হওয়ার পিছনে ইস্টবেঙ্গলের অবদান অনেক।’’

ইস্টবেঙ্গলের প্রশংসা করলেও স্বাভাবিক ভাবেই শনিবার তাঁর সমর্থন যে নিজের দল বেঙ্গালুরুর দিকেই থাকবে, তাও তিনি স্পষ্ট করে দেন এই পোস্টে। তাঁর বিশ্বাস, এই ম্যাচে ভাল খেলবে বেঙ্গালুরু এফসি ফুটবলাররা। গত ম্যাচে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে হার ভুলে জয়ের রাস্তায় ফিরতে পারবেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement