ম্যাচ শেষে পেরুর ফুটবলাররা। ছবি: রয়টার্স।
ছিটকে গিয়েছে দু’দলই। তবুও গ্রুপ ‘সি’র শেষ ম্যাচে দারুণ লড়াই দিল অস্ট্রেলিয়া ও পেরু। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ০-২ গোলে জিতেই বিশ্বকাপ অভিযান শেষ করল পেরু। থাকল গ্রুপের তিন নম্বরে। অন্য ম্যাচে ডেনমার্ক ও ফ্রান্স শেষ করল গোলশূন্য ভাবেই। ডেনমার্ক ও ফ্রান্স— এই দুই দলই চলে গেল পরের পর্বে।
ফ্রান্সের তিন ম্যাচে পয়েন্ট সাত। দুটো জয় ও একটি ড্র। ফ্রান্সই গ্রুপের শীর্ষে থাকল। দু’নম্বরে থাকল ডেনমার্ক। তিন ম্যাচে ডেনমার্কের পয়েন্ট পাঁচ। একটি ও দুটো ড্র রয়েছে ডেনমার্কের ঝুলিতে। পেরু তিন ও অস্ট্রেলিয়া ১ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করল।
ম্যাচ শুরু ১৮ মিনিটের মধ্যেই গোল করে পেরুকে এগিয়ে দিয়েছিলেন কারিলো। ব্যবধান বাড়ান গুয়েরেরো। ৫০ মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি। অস্ট্রেলিয়ার গোলের মুখ খুলতে পারেননি। যদিও এই হার-জিতে গ্রুপের খুব একটা হের ফের হল না। হত যদি ডেনমার্ক হারত আর অস্ট্রেলিয়া জিতত। তা হলে অস্ট্রেলিয়ার সঙ্গে একই পয়েন্ট হয়ে যেত। কিন্তু তেমন কিছুই হল না। ফ্রান্স-ডেনমার্ক ড্র ম্যাচ খেলায় সব আশাই শেষ হয়ে গেল।