Neymar Jr

নতুন কীর্তি নেমারের, জয়ী মেসিরা

উৎসবের রাত আর্জেন্টিনাতেও। ১৫ বছর পরে লা পাজ়ে বলিভিয়াকে ২-১ হারিয়ে শাপমুক্ত লিয়োনেল মেসিরা। ২৩ মিনিটে মার্সেলো মোরেনো এগিয়ে দেন বলিভিয়াকে। ৪৪ মিনিটে ১-১ করেন লাউতারো মার্তিনেস।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২০ ০৩:৫৮
Share:

দুরন্ত: হ্যাটট্রিক নেমারের। টুইটার

রোনাল্ডো নাজারিয়োকে টপকে ব্রাজিলের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এখন নেমার দা সিলভা স্যান্টোস (জুনিয়র)। তাঁর সামনে শুধু ফুটবল সম্রাট পেলে।ম্যাচের ৬ মিনিটে আন্দ্রে কারিয়োর গোলে এগিয়ে যায় পেরু। ২৮ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান নেমার। ৫৯ মিনিটে পেরুকে এগিয়ে দেন রেনাতো তাপিয়া। ৬৪ মিনিটে ২-২ করেন হিসার্লসন। ৮৩ মিনিটে ফের পেনাল্টি থেকে গোল করে নেমার টপকে যান রোনাল্ডোকে। ৯২ ম্যাচে ৭৭টি গোল করে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা পেলে। নেমারের গোল সংখ্যা এখন ১০৩ ম্যাচে ৬৪। রোনাল্ডো ৬২টি গোল করেছেন ৯৮ ম্যাচে। রোমারিয়োর ৫৫ গোল ৭০ ম্যাচে। জ়িকোর ৭১ ম্যাচে ৪৮ গোল। পেরুর বিরুদ্ধে সংযুক্ত সময়ে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন নেমার।

Advertisement

উৎসবের রাত আর্জেন্টিনাতেও। ১৫ বছর পরে লা পাজ়ে বলিভিয়াকে ২-১ হারিয়ে শাপমুক্ত লিয়োনেল মেসিরা। ২৩ মিনিটে মার্সেলো মোরেনো এগিয়ে দেন বলিভিয়াকে। ৪৪ মিনিটে ১-১ করেন লাউতারো মার্তিনেস। ৭৮ মিনিটে ২-১ করেন ওয়াকিন কোরেয়ার। তবে ইকুয়েডরের বিরুদ্ধে ২-৪ হারল উরুগুয়ে। উয়েফা নেশনস লিগে স্পেনকে ১-০ হারাল ইউক্রেন। জার্মানি বনাম সুইৎজ়ারল্যান্ড ম্যাচের ফল ৩-৩।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement