fifa

ফুটবলারদের হৃদরোগ রুখতে ২০০৯ সাল থেকে কঠোর নীতি নিয়েছে ফিফা

ফুটবলারদের পরিবারের হৃদরোগের ইতিহাস আছে কিনা, সেটা জানাও বাধ্যতামূলক করে ফিফা

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৩ জুন ২০২১ ০০:৩৯
Share:

ফিফা। —ফাইল চিত্র

বুকের ঠিক নীচে বল লেগে আচমকাই পড়ে গেলেন ডেনমার্কের ক্রিশ্চিয়ান এরিকসেন। জ্ঞান হারালেন তিনি। ইউরোয় স্থগিত হয়ে গেল ডেনমার্ক-ফিনল্যান্ড ম্যাচ। হৃদরোগের কারণে ফুটবলাররা যাতে এ ভাবে অসুস্থ হয়ে না পড়েন, তার জন্য কঠোর নীতি নিয়েছে ফিফা। অনুশীলন করতে করতে বা খেলা চলাকালীন ফুটবলারদের মৃত্যু ক্রমশ বাড়তে থাকায় ২০০৯ সাল থেকে কঠোর নীতি নিয়েছে ফিফা।

Advertisement

বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ঠিক করে, প্রতিটি ফুটবলারের হৃদযন্ত্রের পরীক্ষা বাধ্যতামূলক করা হবে। ইটালির মতো কয়েকটি দেশে এই নিয়ম অবশ্য তার অনেক আগে থেকেই চালু ছিল। এরপর ঠিক হয়, প্রতিটি প্রতিযোগিতার আগে নিয়ম করে সব ফুটবলারের হৃদযন্ত্রের পরীক্ষা হবে।

২০০৯ সালে তৈরি হয় প্রি-কম্পিটিশন মেডিক্যাল অ্যাসেসমেন্ট। সেখানে ঠিক হয় ফুটবলারদের পরিবারের প্রত্যেকের হৃদরোগের কোনও ইতিহাস আছে কিনা, তা জানা হবে। সেই সঙ্গে ফুটবলারদের হৃদস্পন্দন, শব্দ, ইকোকার্ডিয়োগ্রাম, ইলেকট্রোকার্ডিয়োগ্রামও বাধ্যতামূলক করা হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement