বিশ্বের সর্বকালের অন্যতম সেরা টেনিস খেলোয়াড় তিনি। উনিশটি গ্র্যান্ড স্ল্যাম তাঁর দখলে। উইম্বলডন জিতে অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটিয়েছেন। কিন্তু ট্রফি জেতাই তাঁর একমাত্র লক্ষ্য নয়। রজার ফেডেরার চান অন্যদের কাছে দৃষ্টান্ত হয়ে উঠতে।
বুধবার মন্ট্রিয়লে কানাডার পিটার পোলনস্কি-কে ৬-২, ৬-১ উড়িয়ে দিয়ে রজার্স কাপে অভিযান শুরু করেছেন ফেডেরার। ম্যাচ শেষ হওয়ার পর পোলনস্কির অনুরোধে তিনটি বলে সই করে দেন তিনি। ফেডেরার বলছেন, ‘‘আমি যে শুধু খেলোয়াড়দেরই সম্মান করি, তা কিন্তু নয়। টিকিট কেটে খেলা দেখতে আসা দর্শক থেকে বল বয়, আম্পায়ার— প্রত্যেকেই সম্মান করি আমি। কারণ, ওদের জন্যই আমরা সুষ্ঠু ভাবে টুর্নামেন্ট খেলতে পারি।’’
তারকা খেলোয়াড়দের সমাজের প্রতি যে দায়বদ্ধতা রয়েছে, সেটাও মনে করিয়ে দিয়েছেন ফেডেরার। তিনি বলেছেন, ‘‘যখন দেখি আমাদের মতো খেলোয়াড়দের মতামতকে সাধারণ মানুষ গুরুত্ব দিচ্ছেন, চেষ্টা করছেন অনুসরণ করার। তখন আমাদেরও সতর্ক থাকতে হবে। এমন কিছু করব না যাতে কেউ আঘাত পান।’’
চোটের কারণে এই মরসুমে আর কোর্টে না নামার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বের প্রাক্তন এক নম্বর ও তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী নোভাক জকোভিচ। যা নিয়ে বিশ্বজুড়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। কিন্তু ফেডেরার আশাবাদী জকোভিচের প্রত্যাবর্তনের ব্যাপারে। তিনি বলেছেন, ‘‘আগামী বছর আরও শক্তিশালী হয়েই ফিরবে নোভাক।’’ শুধু জকোভিচ নয়, চোট সারিয়ে স্ট্যানিসলাস ওয়ারিঙ্কার কোর্টে ফেরা নিয়েও আশাবাদী ফেডেরার।